রইস উদ্দিন খান আকাশ
রইস উদ্দিন খান আকাশ -এর ব্লগ
-
আমি
আবার নিজেকে ভুলতে শিক্ষেছি!
আর,অচেনা সব সুরগুলোর অর্থ বুঝেছি।
প্রাপ্তির খাতা খুলে দীর্ঘশ্বাস ফেলেছি। [বিস্তারিত] -
#সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা #
কোন সে,
জাতি পরাণ দিলো আপন ভাষার জন্য।
কোন সে, জাতি জীবন দিলো মাতৃভাষার জন্য। [বিস্তারিত] -
আবার কবে আসবে পাগল,
কেরে নিতে মোর ঘুম।
আবার কবে অাসবে হে পাগল,
অামার অলস দুপুর ! [বিস্তারিত] -
একা আমি, দূরে পথ।
বড় একা লাগেরে।
বন্ধুরে বন্ধুরে বন্ধুরে,
বড় একলা লাগেরে। [বিস্তারিত] -
আমি উত্তাল জনতায় ও হেটেছি,
শূন্য রাজপথেও চলেছি ।
আমি হাতে তালি দিয়ে গান গেয়েছি ,
নির্বাক বেঞ্চে বসেও থেকেছি । [বিস্তারিত] -
যখন দেখি কালো,
এলোপাথাড়ি মেঘ,
এক নিমেষে সূর্যকে ডেকে নেয়।
সূ্র্যের তীব্র তাপ শুষে নেয় ! [বিস্তারিত] -
হলুদ ফুলের মালা গাঁথি নি
একটি বছর হতে।
কোকিল পাখির
গান শুনিনি [বিস্তারিত]