রইস উদ্দিন খান আকাশ
রইস উদ্দিন খান আকাশ -এর ব্লগ
-
সেই ছোট্ট ছেলেটি
বড় হয়ে গেছে ।
সে আর উড়ার স্বপ্ন দেখে না
বাঁধাধরা জীবনে ,ঘাম ছরায় ! [বিস্তারিত] -
চারিদিকে আমার আপন
আমি আপন জনের মাঝে
সবায় আমায় চেনে
আমি চিনি সবার তরে ৷ [বিস্তারিত] -
ভেঙ্গে যাও হৃদয়
আর কত ভালবাসবে ৷
ঝরে যাও ফুল
আর কত সুবাস দিবে [বিস্তারিত] -
এসো নব - এসো নব
আমার আলোর ঘরে ,প্রদীপ জ্বালো
আমার আছে কৃষ্ণচূড়া
ফুলে -ফুলে লাল । [বিস্তারিত] -
ওযে কি যাদু জানে ?
আপোষেই মারে
তবুও সে ; নিরপরাধ ।
ওযে কি চোখে মাখে ? [বিস্তারিত] -
মিথ্যের তারা জ্বলে
আকাশে __
সত্যের পরাজয় ,
প্রতিটি পথে হয় I [বিস্তারিত] -
বসন্ত বিদায় জানালাম ,
কোকিলের গান আর শুনবো না ৷
আবার , আসুক
সেই রোদেলা সকাল [বিস্তারিত] -
যারে পাখি যা __
তোর আপন ঘরে যা
যারে পাখি যা __
তোর আপন ঘরে যা [বিস্তারিত] -
পূজারী জানে , মূর্তি মাটির
তাও কি তার ভক্তি কমে ?
বরং আরও বাড়ে ।
সে, মূর্তি পাইবার আশা করে না [বিস্তারিত] -
তোমার প্রেমের সুরে
গেয়েছি গান - গেয়েছি গান
তোমার প্রেমের সুরে ।
অলঙ্কৃত হয়েছে অলকে [বিস্তারিত] -
সেইদিন বুঝেছি ,
অকুতোভয়ী কিভাবে জয় পায়
সেইদিন বুঝেছি ,জয়ের গান
হায়্-হায়্ মরিয়ান [বিস্তারিত] -
একুশ তুমি আর এসো না ৷
বাবা ঘুমিয়ে আছে
প্রভাতফেরী, তার কাছে
Boring topic [বিস্তারিত] -
একুশ ,তুমি আর এসো না
খোকা ঘুমিয়ে গেছে I
তার আর ভাল লাগে না
মায়ের ঘুম পারানি গান [বিস্তারিত] -
আলতো পায়ে নূপুর বাজে __
কালো মেঘেরা
অযথাই কাঁদে ?
দিনের শেষে রাত , [বিস্তারিত] -
যত ঝুঁকিবে
তত দুঃখ ঘুঁচিবে
মহৎ হইবে শির ।
যত নুইবে মাথা [বিস্তারিত]