রইস উদ্দিন খান আকাশ
রইস উদ্দিন খান আকাশ -এর ব্লগ
-
এ কেমন জ্বালায়
আমায় পোড়ালি
তুই বল ___
নয়নও ঝরে, তোর বিহনে [বিস্তারিত] -
কিন্তু, একজনকে আজও ভোলা যায়নি,
বাবু ,সে তোমার মা নয় !
নাম বললে ,বুঝে যাবে
থাক্ না ,একটু গোপানে [বিস্তারিত] -
সুখ খুঁজে – খুঁজে
তোমায় দিলাম ছেড়ে
ছেড়ে দিলাম স্মৃতিরও পাতা
আমি অভাবের ভয়ে [বিস্তারিত] -
আমার তো একটি বয়সও ছিলো
ক্রমে-ক্রমে তা বাড়তে ছিলো ।
আমার তো কিছু সময় ছিলো
ধীরে-ধীরে তা কমতে ছিলো । [বিস্তারিত] -
আমার একটি স্বপ্ন ছিলো
আকাশ ছুতে চায়
আমার কথা শোনার মানুষ ছিলো
আজ চিরনিদ্রায় । [বিস্তারিত] -
তোমার প্রেমিকার ,
যৌবন একদিন ফুড়িয়ে যাবে
বুড়ীয়ে যাবে মুখ ৷
আমার কবিতা, [বিস্তারিত] -
মঙ্গলও চাহিছো
প্রদীপো জ্বালিছো ।
মন ও তনু হেরেছো
নিদারুনো গেহো [বিস্তারিত] -
আজ, বুক অহংকারে চিড়ে যায় !
মন, খুশিতে ভোরে যায় ।
আজ, বাংলা স্বাধীন হয়েছে।
উঠেছে বিজয়ের ধ্বনি, [বিস্তারিত] -
হালকা শীতের
দোলনচাঁপা, বলছে আমায় হেসে
"আর কিছুক্ষন পাশে থাকো "
হিমেল হাওয়া বইছে। [বিস্তারিত] -
চিরচেনা আলেয়াতে
আর ঘুমবো না , মন জুড়াবো না ৷
অচিন গাঙ্গে ডুব পারিবো – পারিবো ৷
পরের মাকে , মা ভাকিবো [বিস্তারিত] -
আর কত উড়লে পাবো
নেশারে ___ নেশারে ।
আর কত ঝুঁকলে পাবো
তোমারে ___ তোমারে । [বিস্তারিত] -
জড়িয়ে নাও , কৃপা করও
বড় অশান্ত প্রাণ ।
আলেয়াতে , চোখ জ্বলে
আঁধার , কাঁদায় আমায় [বিস্তারিত] -
আকাশ বড় বিশাল ,
আমি সইতে না পারি ।
বাতাস বড় উদার ,
আমি নিতে না পারি । [বিস্তারিত] -
মন,তুই কি
আমার সই হবি ;
মন আমি যা কব
তাই কবি । [বিস্তারিত] -
মোরে, অপমান কোরো
সহিয়া নিবো ।
মোরে , ঘৃনা কোরো
মানিয়া লইবো । [বিস্তারিত]