ডঃ সুজিতকুমার বিশ্বাস
ডঃ সুজিতকুমার বিশ্বাস-এর ব্লগ
-
সকালে কাছেতে এসে
বলে গেছ সুপ্রভাত;
শরতের এ বেলায়
তুমি এলে অকস্মাৎ। [বিস্তারিত] -
পথের পরে বকুল গাছ
ফুল আছে তার তলে;
সেই না ফুলের মালা গেঁথে
পরাব তোমার গলে। [বিস্তারিত] -
আজকে আমার মন ঘরে
তোমার পেলাম সাড়া;
কখন জানি হারিয়েছিলে
খুঁজে ছিলাম এ পাড়া। [বিস্তারিত] -
কত কথা আজ তুমি বলে গেছ
আমি শুনি মন দিয়ে;
আমার পাশেতে বসে ছিলে তুমি
আড়ালে দেখেছি চেয়ে। [বিস্তারিত] -
একখানি চিঠি দিও প্রিয়
তোমার কথাটি লিখে;
আমার মনের ছোটো ঘরে
গোপনে দেব যে রেখে। [বিস্তারিত] -
কোথায় আছ আজকে প্রিয়
উঠানেতে নেই কেউ;
তোমার ঘরে দৃষ্টি দিয়েছি
ফিরে ফিরে আসে ঢেউ। [বিস্তারিত] -
আড়ে আড়ে শুধু চেয়ে গেছ
চেয়ে দেখো আমারেই;
তোমারে আমি দেখে গেছি
কথামালা চোখেতেই। [বিস্তারিত] -
নতুন দেশের পথ 'পরে
তোমার ছিল ঘর;
সেই পথেতে নিত্য চলা
তবুও ছিলাম পর। [বিস্তারিত] -
কোন হাতে আজ ফুল তুলেছ
কোন চোখে ছিলে চেয়ে;
কোন নামেতে আমায় ডাকো
কোন পথে ছিলে প্রিয়ে। [বিস্তারিত] -
আজ আবার এসে গেছ
হাতে ফুলের সারি;
ঘুরবে তুমি পথের 'পরে
আসবে কতেক বাড়ি। [বিস্তারিত] -
কত সময় পার করেছি
সকাল থেকে বিকাল;
ইচ্ছা সাধের স্বপ্ন গুলো
মন করেছে মাতাল। [বিস্তারিত] -
অবশেষে ভেঙে গেল মান-
হেসে হেসে কাছে এলে;
এতদিন করেছিলে রাগ
আজ সব গেলে ভুলে। [বিস্তারিত] -
প্রভাত বেলায় তব নামে
গান বাঁধিয়াছি আমি;
সকল গানের ভাব থেকে
এ গান অনেক দামি। [বিস্তারিত] -
গানের দল আজ ফিরেছে
গান হল সমাপন।
কত গান তারা গেয়ে গেছে-
দিন রাত উচাটন। [বিস্তারিত] -
কোথা চলে যাও- ও বালিকা
ক্ষণেক দাঁড়াও দেখি;
প্রভাতের রোদ মুখে লাগে
রূপ তাতে মাখামাখি। [বিস্তারিত]