ডঃ সুজিতকুমার বিশ্বাস
ডঃ সুজিতকুমার বিশ্বাস-এর ব্লগ
-
তোমার মাধুরী চোখে
চোখ পড়েছিল আজ;
তোমার ললাট তলে-
সেথা কী ভীষণ লাজ। [বিস্তারিত] -
ঘরে ঘরে আজ আলপনা-
লেখা হল আজ কথা;
সাজানো যে সব বাতায়ন
দূর হল সব ব্যথা। [বিস্তারিত] -
ও নতুন পথের বালিকা
কোথা চলে যাও দূরে;
অপলকে চেয়ে দেখি আমি
কোন গান গাও সুরে। [বিস্তারিত] -
জানিনা কোন মোহেতে আমি
তোমার কাছেতে আসি;
চেয়ে চেয়ে শুধু বসে থাকি
শুধু বুঝি ভালোবাসি। [বিস্তারিত] -
কত রাত জেগে আছ মেয়ে
আজ ঘুমে হয়েছ কাতর;
অপরূপেতে ঘুমিয়ে গেছ
গায়েতে মেখেছ ও আঁতর। [বিস্তারিত] -
কাল হেথা ছিল কত খুশি
আজ বিষাদের ছায়া;
আলোর সাজ, কথার মাঝে
শুধু ভাসে তার মায়া। [বিস্তারিত] -
তোমাকে দেখেছি আজ আমি
আজকে নিজের করে;
আপন করে নেব তোমায়
আমার মনের ঘরে। [বিস্তারিত] -
আজ এই বাদল বেলায়
তোমাকে পড়ল মনে;
উদাস করা দিনের বেলা
তুমি আছ মোর সনে। [বিস্তারিত] -
বহুদিন পরে আজ দেখা
ঠাকুর পূজা দালানে;
কিশোর বেলা, বালিকা তুমি
মনে আসে দৃষ্টিপানে। [বিস্তারিত] -
চলো সাথি আজ ঘুরে আসি
আমাদের পাড়া গাঁয়;
যেখানে মাটিতে মানুষেরা
আপনে নিয়েছে ঠাঁই। [বিস্তারিত] -
আলতা পায়ে হেঁটেছ তুমি
আমার দাওয়ার 'পরে
সারা মেঝেতে ফুল ফুটিল
বাহার আমার ঘরে। [বিস্তারিত] -
এসো আজ ও পূজার ঘরে
ফুলমালা সাথে করি;
এসো আজ পবিত্র মনে
দেবীর আসন ধরি। [বিস্তারিত] -
কথা তোমায় বলব ভেবে
কিছুই বলা হল না;
তুমি দাঁড়িয়ে ছিলে ও কূলে
তবু যে দেখা হল না। [বিস্তারিত] -
যতবার গেয়ে গেছি গান
শুনেছ শুধুই তুমি;
আমার সুরের মোহ কথা
নিয়েছে তোমার ভূমি। [বিস্তারিত] -
আকাশে মেঘের ঘটা
বাতাসে ভয়ের ছবি;
ধূলি মেখে তুমি প্রিয়
আমার পথের রবি। [বিস্তারিত]