মধু মঙ্গল সিনহা
মধু মঙ্গল সিনহা-এর ব্লগ
-
নীল আকাশখানি বড় ভালো লাগে,
সাতরঙ্গীয়া মনের বহু ছবি আঁকে।
মেঘের সাগরে পাল তোলা নৌকা,
উথাল পাথাল ঢেউ তবু আমি একা। [বিস্তারিত] -
আমারা দেশের কৃষক ভাই,
লাঙল চালাই- ফসল ফলাই।
ধানের শেষে লাগাই আলু,
কপি, মূলা ,ফরাস ,টমেটো। [বিস্তারিত] -
হয়তো তুমি ভুলে গেছ এই গ্ৰামখানা,
যেখানে ছিল মুলি বাঁশ আর ঘন ছন্।
সেই বকুল গাছ খানা আজ আর নেই,
তবুও তার সুবাস বুঝি আছে বাতাসে! [বিস্তারিত] -
আকাশটা ভেঙে পড়েছিল ঐ দিন,
একত্রিশে মার্চ উনিশ শত আটানব্বই ইং;
ত্রিপুরার মেহনতী-নিপিড়ীত মানুষের 'পরে।
জল্লাদেরা কেরেনিয়ে ছিল প্রাণ বন্দুকের নলে। [বিস্তারিত] -
বিদ্যাসাগর তুমি দয়ার সাগর,
গর্বিত মোরা মানবজাতি,
ধন্য মোরা যে তব অনুচর।
মানবতা আর স্নেহের সাগর, [বিস্তারিত] -
চিত্ত জুরায় মোর,
শীতের কুয়াশায়,
তোমারই ভালোবাসায়।
তোমার সুভাষিত [বিস্তারিত] -
ওরা এসেছিল কেন,
কেউ জানে কি না?
বাংলা গল্পের কাদম্মিনীরা!
উত্তর গুলো শেখা হয়ে গেছে, [বিস্তারিত] -
ভালোবাসা মানে-
নিজের বুক চিরে হ্নদপিন্ডটা বের করা?
ভালোবাসা মানে-
দুই হাতে নিঙড়ে সব রক্ত বের করা? [বিস্তারিত] -
হ্নদয়ের দুয়ার খানি খুলে রেখেছি আমি,
তোমার ঐ পথ চেয়ে।
আস প্রিয়ে ঘরে ফিরে,
খুলে ফেলে বিরহ বসন, [বিস্তারিত] -
মরীচিকা !
হ্যাঁ, তাই তো বলেছ তুমি!
মরীচিকার দেখা মেলে কোন-
বড় আরোও বড় মরুভূমির মাঝখানে। [বিস্তারিত] -
পাহাড়ের মতো বড়
দাঁত গুলোর ফাঁকে,
অট্টহাসি হেসেছিল যারা
ছিনিয়ে নিয়ে ছিল তারা, [বিস্তারিত] -
সে ছিল এক নির্জন অন্ধকার রাত,
চারদিক স্তব্ধ- নিস্তব্ধ!
ধম চেপে দাড়িয়ে আছে,
রজনীর বিদায় বেলা। [বিস্তারিত] -
শীতের শেষে ফুটল ফুল
নদীর চরের কাঁশ, কুল।
গাছের ডালে কচি পাতা,
আমের ডগায় ঝুটা বৌল। [বিস্তারিত] -
ভূলে যেতে চাই সেই অন্ধকারের রাতখানি,
তবুও মনে পরে ঐ আধাঁর রাতের হাতছানি।
রচায়েছে কে বা আজ লক্ষণ রেখা-
সীতার দুয়ারে। [বিস্তারিত] -
আজো কানে শুনি-
তোমার ঐ গান খানি,
ভাঙ্গা- আধভাঙ্গা সুরে
গেয়েছিলে তুমি [বিস্তারিত]