মধু মঙ্গল সিনহা
মধু মঙ্গল সিনহা-এর ব্লগ
-
বাতাস বয়ে যায়,
ভারত ছেড়ে বাঙলায়।
মনের গহনে ভালোবাসি,
বাঙলা তুমি রুপসী। [বিস্তারিত] -
তোমার মুখে হাসির বন্যা,
কেন হাস তুমি কন্যা?
তোমার উজ্জ্বল রুপালি দাঁতে,
মনে হয় হীরা তাতে। [বিস্তারিত] -
সে যে দাঁড়িয়ে আছে আজও,
তোমার স্মৃতির আসমানী পর্দার আড়ালে!
তুমি কি ভুলে গেছ ঐ স্মৃতি,
কলেজ চত্তরে বাদাম খাওয়া বিকালবেলা? [বিস্তারিত] -
গ্ৰামের হাটে গরীব মেয়ে,
সংসার চলায় দোকান দিয়ে।
প্রদীপ জ্বেলে সন্ধ্যা বেলা,
দোকানটা তার ছনের চালা। [বিস্তারিত] -
আকাশ!
আমি তোমায়,
অনেক অনেক ভালোবাসি!
তোমার ভালোবাসার টানে, [বিস্তারিত] -
ইচ্ছেরা আজ নানা রঙের,
সাজায় মোরে কতো ডঙের।
তাকিয়ে দেখি সন্ধ্যা হলো,
ইচ্ছারা তাই মুক্তি পেলো। [বিস্তারিত] -
আমি বিব্রত বোধ করি,
যখনই তোমাকে দেখি।
মনে হয় যেন এখনই,
আমার চোখের মণি [বিস্তারিত] -
আসলে নষ্টামীটা আমিও করলাম,
একটা মোবাইল,
মনের কথা
কেন যে লেখি যথাতথা! [বিস্তারিত] -
এ ধরণীর কল্যাণে আমি,
কি করেছে বলো তুমি?
সহস্র বছর ধরে জতুগৃহদাহ,
নির্মলা ধরাকে দিয়েছি প্রদাহ। [বিস্তারিত] -
জীবনে ভালো চলার জন্য,
কেন হয়ে পড়েছ হন্য?
সুখের খোঁজে বুঝি দিশেহারা
নাকি কিছু করছে তাড়া? [বিস্তারিত] -
জীবনটা যেন নদীর স্রোতে,
চলতে থাকে দিনে রাতে।
অনেক কথা স্বপ্ন মধুর,
আবার কিছু লাগে কঠোর। [বিস্তারিত] -
মা আমাকে খেলতে দাও,
পড়া বলে কেন তাড়াও!
বকুল তলায় লোকচুরি,
ছোট্ট ভাই-এর হামাগুড়ি। [বিস্তারিত] -
দু'একটি কথা মনে আসে
না লিখে পারি না -
ঢাকী যখন ঢাকে তাল
ধরে,সে ভূলে যায় তার [বিস্তারিত] -
বাড়ি আমার গ্ৰামেই ছিল,
তাইযে আমায় খুশি দিল।
ছনের চালে বাসের পাতা,
মনে হলে পাইরে ব্যথা। [বিস্তারিত] -
নেতা ব্যস্ত ভোটের মাঠে,
যান্ডা বাহক পিছে হাটে।
রাত পোহালে মন্ত্রী হবো,
চাইলে আমি সবই দেব। [বিস্তারিত]