আমি-তারেক
আমি-তারেক-এর ব্লগ
-
তুমি
আমার মতো করে এসে
আমাকে
তোমার মতো করে নাও। [বিস্তারিত] -
অনেক থেকেও অনেক হারিয়ে
তুমি।
অনেক খুঁজেই, দুচোখ বুজেই
চেয়ে দেখি [বিস্তারিত] -
কিছু কিছু ভুল
ভুল না করার মতোই।
হেলায় হেলায়
হেলে দুলে সময় যাবার মতোই। [বিস্তারিত] -
ফিরে চাওয়া, বয়ে চলা
কথা যত - বলা আর
একই সাথে না বলা।
চলে গিয়েও থেকে যাওয়া। [বিস্তারিত] -
সাগরের সাথে নদীর কথা হলো
বুকের মাঝে স্মৃতির মতো
এলোমেলো সব আয়োজন
দূর থেকে থেকে গোছালো। [বিস্তারিত] -
এভাবে মিশে যেতে যেতে
আড়ালের ওপারে
বাধাহীন বাঁধনের
বিরোধ যত [বিস্তারিত] -
বাঁকে বাঁকে লুকিয়ে রাখা
চোখের এপার ওপার ছাপিয়ে
অপার হয়ে এই যে খোঁজায়
শুধু শুধু হারিয়ে যাওয়ার [বিস্তারিত] -
চলে যাওয়ার শুরুটা
ফিরে ফিরে আসার
শেষটার মতোই,
প্রথম দেখার আগেও [বিস্তারিত] -
আকাশের প্রান্ত থেকেও দেখা যায়
শিরা-উপশিরা
অন্তরের পাশে বয়ে চলা
অন্তরার মতো। [বিস্তারিত] -
দেয়ালের কোমলতা আছে,
কিছু সময় আছে এমন
দূরে ঠেলে দিয়ে
কাছে ডেকে নেয়। [বিস্তারিত] -
আঁধারের যত ভয়
ক্ষয়ে যাওয়া ভালোবাসায়
ঘুরে তাকানোর অভিনয়
অবাস্তব ফেরানো ভিন্ন [বিস্তারিত] -
মিশে থাকা জমাট বাধা
অনুভূতির অন্য প্রান্তরই
চোখের সীমানায় তেপান্তর।
দেখা স্পর্শ আর অদেখা ছোঁয়া। [বিস্তারিত] -
চোখের দেখায় গন্ধ আছে এক,
পায়না সবাই।
দেখার বাইরেও দেখার একটা
জগৎ আছে। [বিস্তারিত] -
বসত বসন্তের মতো
অবিরাম, অবিরত।
অসীমের এপারের
আর ওপারের প্রশান্তির মতো, [বিস্তারিত] -
খোলা হোক যা কিছু ছিল লুকোনো,
যা কিছু উপহারের মতো
অযতন সময়ের সাথে সাথে
নীরব যতনেই রাখা। [বিস্তারিত]