আমি-তারেক
আমি-তারেক-এর ব্লগ
-
সরাসরি মানে কি
চোখের পানির মতো
মোলায়েম এক অনুভূতি,
বরাবর নিচের দূরের মেঘের মতো। [বিস্তারিত] -
পেলেই হারানোর ভয় থাকে -
এই ভেবে যে না পেয়েই
পাওয়ার চেয়েও সুখী,
কোনো এক অল্প আলোর সন্ধ্যায় [বিস্তারিত] -
অপূর্নতা থেকে যাবে তো।
থেকে যাক,
তার যখন এতটাই থেকে যাবার টান।
অপূর্নতাও এক আলাদা সত্তা। [বিস্তারিত] -
যে কারনে এক ভিন্ন জগতে
একলা বিচরন, ঠিক সে কারণেই কিন্তু
শূন্যতার সঙ্গী সঙ্গ খুঁজে যায় -
কিছু বোঝার আগেই সেই যে সাড়া দেয়া, [বিস্তারিত] -
অনুভূতির সবখানে
সবখানের অনুভূতি
যদিও থাকে,
কোলাহলের ভিড়ে [বিস্তারিত] -
তুমিও জানো সেটা,
না জানলেও।
তুমিও খোঁজো সেটা,
না খুঁজলেও। [বিস্তারিত] -
কার জন্য যে কার অপেক্ষা -
প্রশ্নের আগেই উত্তরের মতো
কালকের প্রেমটার আজকের মতো
ভুল বোঝাবুঝির মতো। [বিস্তারিত] -
তুমি আমি গ্রহ নক্ষত্র -
ঘুরে ফিরি ভাবনার
কক্ষপথে।
তোমার পথে তুমি আর [বিস্তারিত] -
এই অচেনা হওয়াটা
আসলেই খুব দরকার ছিল।
জানালা ছিল, মেঘ ছিল।
আশার মতো জ্বলে থাকা [বিস্তারিত] -
অনেক যতন জমা আছে
অনেক কাছে থেকেও
অনেক দূরে হারাবার
যা দেখার আর দেখে রাখার। [বিস্তারিত] -
এই যে দেখা,
চোখের পাতা থেকে
সেই কান পেতে থাকাতেই।
চোখের ওপারেও [বিস্তারিত] -
ভুলে যেতে যেতে
যতটুকু মনে পড়ে -
ততটুকুই বলে দেয়
কিছুই ভোলা হয়নি। [বিস্তারিত] -
চলেই যদি হবে যেতে
মিলাই তবে আকাশেই।
ঠিক পাশেই।
দৃষ্টির দূরত্ব কি আর [বিস্তারিত] -
কিছু কিছু প্রার্থনায় কথা থাকে না।
শূন্যতার মতো নীরবতা থাকে।
অশূন্যতার মতো
শুনশান কথাহীন ভাষাহীন [বিস্তারিত] -
চোখের সীমানা আড়ালে আড়ালেই থাকে,
লজ্জাবিহীন লাজুক দেখার মতো।
হঠাৎ আটকে যাওয়া রাতের গভীর দৃষ্টি।
তোমার স্পষ্ট যত লুকিয়ে রাখা কথা, [বিস্তারিত]