www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পশ্চিমের তীরে

রাতের নির্ঘুম প্রহরে বসে আছি নির্জনে
খুব একা হয়ে ভাবী যখন আমি থাকবো না।
উতলা ঘুমের ঘরে স্বপ্নে দেখি ভয়াবহতার ফল
চমকে ওঠে কাতরাতে থাকি বিষম বেদনার তীরে।

কবে মিলবে আমার দু চোখের তারার স্বর্গ
ভাগ্যের দুয়ার ঘুরে ফিরি আবেগের শিয়রে।
জানি রজনী কেটে যাবে জীবন ফুঁড়িয়ে যাবে
ঘুম ভেঙে রাত্রির প্রহর কেটে আলোর রেখা ওঠবে।

হয়তো সময় চলবে ওর গতিতে বিরহ মনে
প্রতিটা মুহূর্ত অধীর ভরা কষ্টের তরী বেয়ে যাই।
বুকের মাঝে সব সময় একটা হাহাকার করে থাকি
কোথায় গেলে পাবো আলোর দিশারী কে যানে ।

বারে বারে হৃদয় কেঁদে বলে কী করিবও আমি
কোন পথে যাবো কোন শহরের নরকে যাবো।
কার কাছে যাবো কোন দরবেশের তরে
কেউ কি বলতে পারে যাবো আমি কার তরে।

পূবাল হাওয়া বলে দাও মোরে পশ্চিমের তীরে
কি ভাবে যাবো আমি ঐ মদিনা ওয়ালার শিয়রে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৭/২০১৪

মন্তব্যসমূহ

  • কবি মোঃ ইকবাল ১০/০৭/২০১৪
    অসাধারন শব্দচয়ণ আর অনন্য ভাবনার লিখনী। বেশ ভালো লাগলো। শুভ রাত্রি।
  • মল্লিকা রায় ১০/০৭/২০১৪
    বেশ চমকপ্রদ।শুভেচ্ছা জানালাম কবি।
  • অরুদ্ধ সকাল ১০/০৭/২০১৪
    ভাল লাগলো কবিতাখানি
 
Quantcast