আভেগী ভালোবাসা
তুমি যদি বলো দূর আকাশের-
মেঘ হতে
তবে আমি হবো
তোমায় ছায়া দেওয়ার জন্য ।
তুমি যদি চাও বৃষ্টি হয়ে ঝড়ি-
তবে আমি ঝড়বো
তোমাকে উষ্ণতায় ছুয়ে দিতে ।
তুমি যদি বলো শিশির হতে
তবে ঘাসের উপর জমে থাকবো
তোমার পা-কে একটু ছুয়ে দিতে ।
তুমি যদি মরতে বলো , পানিতে ডুবে
তাহলে আমি মরবো
তুমি দেখতে আসবে বলে ।
তুমি যদি গাইতে বলো,কষ্টের গান
আমি গাইবো সে গান
তুমি শুনে কাদবে বলে ।
তুমি যদি চাও-
আমি ঝড়না হবো
তুমি আনন্দে মেতে থাকবে বলে ।
মেঘ হতে
তবে আমি হবো
তোমায় ছায়া দেওয়ার জন্য ।
তুমি যদি চাও বৃষ্টি হয়ে ঝড়ি-
তবে আমি ঝড়বো
তোমাকে উষ্ণতায় ছুয়ে দিতে ।
তুমি যদি বলো শিশির হতে
তবে ঘাসের উপর জমে থাকবো
তোমার পা-কে একটু ছুয়ে দিতে ।
তুমি যদি মরতে বলো , পানিতে ডুবে
তাহলে আমি মরবো
তুমি দেখতে আসবে বলে ।
তুমি যদি গাইতে বলো,কষ্টের গান
আমি গাইবো সে গান
তুমি শুনে কাদবে বলে ।
তুমি যদি চাও-
আমি ঝড়না হবো
তুমি আনন্দে মেতে থাকবে বলে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ৩১/১২/২০১৯সুন্দর
-
মোহাম্মদ ফারুক হোসাইন ৩১/১২/২০১৯thanks
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/১২/২০১৯বিউটিফুল এন্ড নাইস
-
মোহাম্মদ ফারুক হোসাইন ৩০/১২/২০১৯sorry bro just mistake