বঙ্গবন্ধু বেঁচে আছে
একটি ছেলের স্বপ্ন চোখে
এদেশ স্বাধীন হবে,
সারা বাংলার মানুষগুলো
শান্তি সুখে রবে।
সে ছেলেটির শক্তি সাহস
মুক্ত পাখির মতন,
লেখা-পড়ায় খুব ভালো সে
বাবা-মায়ের যতন।
গবীর দুঃখীর বন্ধু সে যে
প্রতিবাদী এক কন্ঠ,
দেশকে নিয়ে ভাবনা তার
কে করে তা লুণ্ঠ!
নেতৃত্ব হাতের মুঠে
সবাই যে তার ভক্ত,
অন্যায় ও অপরাধে
প্রতিবাদ হয় তপ্ত।
সংগ্রামী তার জীবন
হচ্ছে ধীরে বড়,
শোষনকারী শাসক
হচ্ছে জড়সড়।
৫২’র ভাষা আন্দোলন
৬৬’র ছয় দফা,
৬৮’তে ষড়যন্ত্রের কারা
মিথ্যে হয়ে রফা।
৭০’র নির্বাচনে তার
বিপুল ভোটের জয়,
বেঈমান পাকহানাদার
মানেনা তো পরাজয়।
৭১’র রেসকোর্সে
৭ মার্চের ভাষণ,
সারা বিশ্বে আলোচিত
শ্রেষ্ঠ যে তার আসন।
তার ডাকে সাড়া দিল
সাত কোটি জনতা,
বাঙালীরা অস্ত্র কাধে
গড়ে তুলে একতা।
যুদ্ধ হলো রক্তক্ষয়ী
দেশটা হলো স্বাধীন,
পরাজিত পশ্চিমারা
অস্তিত্ব বিলীন।
দেশ গড়া স্বপ্ন নিয়ে
ফিরল বীরের বেশে,
বাংলাদেশ সারা বিশ্বে
পরিচয় অবশেষে।
স্বাধীন দেশের নেতা
স্বপ্ন দেশকে গড়ার,
শক্তি সাহক সবই
নতুন ভাবে লড়ার।
এগিয়ে যখন যাচ্ছিল দেশ
মহান নেতার হাতে,
বাঁধ সাধল প্রেত্তারা
১৫ আগষ্ট রাতে।
মহান নেতার মৃত্যু হলো
সাথে পরিবার,
স্বপ্ন যত জমা ছিল
সব হলো ছারখার।
মহা নেতা আর কেউ
প্রিয় শেখ মুজিবুর রহমান,
পদ্মা মেঘনা যমুনা বুকে
যার নাম বহমান।
জাতির জনক বঙ্গবন্ধু
বাঙালী শ্রেষ্ঠ সন্তান,
সারা বাংলায় ছড়িয়ে
আছে, যার অবদান।
১৫ আগষ্ট বাঙালী কাঁদে
কাঁদে যে দেশের মাটি,
বঙ্গবন্ধু ভেসে উঠে
সারা বাংলা ঘাটি।
ইতিহাস কথা বলে
জানায় নতুনদেরে,
বঙ্গবন্ধু বেঁচে আছে
বাঙালীদের অন্তরে।
তারিখ: ১৩-০৮-১৬
কবিতার বিষয়ঃ
এদেশ স্বাধীন হবে,
সারা বাংলার মানুষগুলো
শান্তি সুখে রবে।
সে ছেলেটির শক্তি সাহস
মুক্ত পাখির মতন,
লেখা-পড়ায় খুব ভালো সে
বাবা-মায়ের যতন।
গবীর দুঃখীর বন্ধু সে যে
প্রতিবাদী এক কন্ঠ,
দেশকে নিয়ে ভাবনা তার
কে করে তা লুণ্ঠ!
নেতৃত্ব হাতের মুঠে
সবাই যে তার ভক্ত,
অন্যায় ও অপরাধে
প্রতিবাদ হয় তপ্ত।
সংগ্রামী তার জীবন
হচ্ছে ধীরে বড়,
শোষনকারী শাসক
হচ্ছে জড়সড়।
৫২’র ভাষা আন্দোলন
৬৬’র ছয় দফা,
৬৮’তে ষড়যন্ত্রের কারা
মিথ্যে হয়ে রফা।
৭০’র নির্বাচনে তার
বিপুল ভোটের জয়,
বেঈমান পাকহানাদার
মানেনা তো পরাজয়।
৭১’র রেসকোর্সে
৭ মার্চের ভাষণ,
সারা বিশ্বে আলোচিত
শ্রেষ্ঠ যে তার আসন।
তার ডাকে সাড়া দিল
সাত কোটি জনতা,
বাঙালীরা অস্ত্র কাধে
গড়ে তুলে একতা।
যুদ্ধ হলো রক্তক্ষয়ী
দেশটা হলো স্বাধীন,
পরাজিত পশ্চিমারা
অস্তিত্ব বিলীন।
দেশ গড়া স্বপ্ন নিয়ে
ফিরল বীরের বেশে,
বাংলাদেশ সারা বিশ্বে
পরিচয় অবশেষে।
স্বাধীন দেশের নেতা
স্বপ্ন দেশকে গড়ার,
শক্তি সাহক সবই
নতুন ভাবে লড়ার।
এগিয়ে যখন যাচ্ছিল দেশ
মহান নেতার হাতে,
বাঁধ সাধল প্রেত্তারা
১৫ আগষ্ট রাতে।
মহান নেতার মৃত্যু হলো
সাথে পরিবার,
স্বপ্ন যত জমা ছিল
সব হলো ছারখার।
মহা নেতা আর কেউ
প্রিয় শেখ মুজিবুর রহমান,
পদ্মা মেঘনা যমুনা বুকে
যার নাম বহমান।
জাতির জনক বঙ্গবন্ধু
বাঙালী শ্রেষ্ঠ সন্তান,
সারা বাংলায় ছড়িয়ে
আছে, যার অবদান।
১৫ আগষ্ট বাঙালী কাঁদে
কাঁদে যে দেশের মাটি,
বঙ্গবন্ধু ভেসে উঠে
সারা বাংলা ঘাটি।
ইতিহাস কথা বলে
জানায় নতুনদেরে,
বঙ্গবন্ধু বেঁচে আছে
বাঙালীদের অন্তরে।
তারিখ: ১৩-০৮-১৬
কবিতার বিষয়ঃ
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৭/০৬/২০১৯ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৬/২০১৯ভালো লাগলো।