জীবন নদীর ধারা - আবুল বাশার শেখ
“জীবন নদীর ধারা”
জীবন এখন থমকে দাঁড়ায়
সময় চলছে তার মতো,
ভাবিনা এখন আগের মতন
দূরে রছেছে ভাবনা যতো।
পথের পাশে নদীর দ্বারে
বসিনা একলা একা,
কামনা নেই মনের মাঝে
হয়না কবিতা লেখা।
রাত জাগিনা কথা বলিনা
স্বপ্ন দেখিনা জেগে,
প্রেয়সীর সাথে হয় না কথা
হেসে কিংবা রেগে।
আমার জগত গড়েছি এখন
আমার মতো করে,
কারো বসতি নেইতো এখন
আমার মনের ঘরে।
জীবন এখন থমকে দাঁড়ায়
সময় চলছে তার মতো,
ভাবিনা এখন আগের মতন
দূরে রছেছে ভাবনা যতো।
পথের পাশে নদীর দ্বারে
বসিনা একলা একা,
কামনা নেই মনের মাঝে
হয়না কবিতা লেখা।
রাত জাগিনা কথা বলিনা
স্বপ্ন দেখিনা জেগে,
প্রেয়সীর সাথে হয় না কথা
হেসে কিংবা রেগে।
আমার জগত গড়েছি এখন
আমার মতো করে,
কারো বসতি নেইতো এখন
আমার মনের ঘরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ০৭/০৫/২০১৪
-
এস,বি, (পিটুল) ০৬/০৫/২০১৪sundor apnar lekha
-
কবি মোঃ ইকবাল ০৫/০৫/২০১৪অসাধারণ লিখনী।
-
সফিউল্লাহ আনসারী ০৫/০৫/২০১৪কারো বসতি নেইতো এখন
আমার মনের ঘরে !!!!
khub lagloo valoo -
আবুল বাশার শেখ ০৫/০৫/২০১৪মন্তব্য কামনা ক ির
ভালো !