চোখের ভাষা
ইশারা বুঝে না যে সে কখনো প্রেমিক নয়
সে মুখের ভাষাও বুঝে না।
ঝড় দেখে কত নম্বর সঙ্কেত হবে বলা যায়।
মৃত্যু চিরন্তন খাঁটি-
অনন্তকালের চিন্তা মাথায় রাখছো কী?
দেখো মোহনায় নদী সাগর মিলনে মৃত্যু ঘটে।
কোন কোন সাগরে মৃদু জল লবণ জলে মেশে না।
প্রেমের নদীতে বৈঠা বেয়েছ কী? কী দেখেছ?
নাও ডুবলে কূলের নাগাল পেতে কতো কষ্ট-
চোখে-মুখে কিছু ঠাহর পাবে কী?
সে মুখের ভাষাও বুঝে না।
ঝড় দেখে কত নম্বর সঙ্কেত হবে বলা যায়।
মৃত্যু চিরন্তন খাঁটি-
অনন্তকালের চিন্তা মাথায় রাখছো কী?
দেখো মোহনায় নদী সাগর মিলনে মৃত্যু ঘটে।
কোন কোন সাগরে মৃদু জল লবণ জলে মেশে না।
প্রেমের নদীতে বৈঠা বেয়েছ কী? কী দেখেছ?
নাও ডুবলে কূলের নাগাল পেতে কতো কষ্ট-
চোখে-মুখে কিছু ঠাহর পাবে কী?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এমরান হোসেন ০১/১১/২০১৮ঠিক আছে।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/১১/২০১৮দারুণ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০১/১১/২০১৮সুন্দর কবিতা