জাপানী আদলে বাংলা হাইকু-৩ (বিশ্ব প্রেম-৮)
মধ্যাকর্ষন
উর্দ্ধে গভীর মোহ
ভূমির পানে।
চাঁদের স্নিগ্ধ
জোনাকি ধরে রাখে
রাতে প্রেমালো।
হৃদ গভীরে
প্রেমের সুতা বাঁধা
আত্মাতে আত্মা।
রঙিন খেলা
কঠিন প্রেম ছন্দে
পৃথিবী ঘুরবে।
আপন বশে
বেঁধেছো বাসা প্রাণে
সাধন রসে।
হৃদয়ে স্মরি
আধো বিশ্বাসে আশ
ভালোবাসার।
সঠিক পথে
অর্পিত নেয়ামত
সূচনা দ্রুব।
তোমার প্রেমে
যারা দৃঢ় বিশ্বাসী
সাফল্যে তারা।
আকুল প্রেম
মান্না ও সালওয়া
ঐশি ইনাম।
প্রেম আমার -
ঘৃণা, পাপ অহং
তুমি দর্শক।
বিশ্বাসী প্রেম
প্রবলতর ক্ষমতা
শান্তি অন্বেষ।
হজ্ব পালন
মক্কামে ইব্রাহীম
মহান প্রেম।
দুঃখ দিয়েছো
মোচনকারীও তুমি
সর্বশক্তির।
প্রেমের দান
যতো হোকনা কঠিন
গভীর স্বাদ।
প্রেমের মোহ
সৃষ্টিকে গড়ে তোলে
অহং ত্যাগে।
বিশ্ব মানব
আদর্শে পরিপূর্ণ
প্রেম দিকদর্শে।
প্রেমের ফুল
ফুটে জীবন ভর
আঁধারে আলো।
প্রেমের স্মৃতি-
নতুন সাজে আদি
অন্তের সুখ।
গোপন প্রেম
আবদ্ধ কারাগারে
হৃদ কাবায়।
আত্মার সীমা
অসীমে বদ্ধ হয়
অনন্ত প্রেম।
প্রেম দর্পন
ভাঙ্গলে শ প্রতিবিম্ব
ছায়া ধারণ।
প্রণয় ধনে
আমি গরীব ভিক্ষু
ঠাঁই দে প্রাণে।
বক্ষ শিকারী-
যে প্রণয় ভিখারি
বাঁধো প্রেমবাণে।
এমনি বাঁধন
প্রেমে পাথর ক্ষয়
চোখের জলে।
শূণ্য খাঁচায়
চুরি করে মনচুরি
থাকো সেথায়।
গাঁথবো প্রেমফুল
ত্রিভূবনে নাইকো যা
তেমনি অমূল।
ও ভোলা মন
প্রেমে ভক্তি- মুক্তির
করো অন্বেষ।
নবীর প্রেম
পাপ তাপ শোধনে
পূণ্য মলয়।
প্রেম ছিটাবো
কর্ম সাধনে শান্তি
ভরবে ভূবন।
যে প্রেমে বন্দী
সে এক ও অনন্য
উপমাহীন।
আসল প্রেম
অন্তর পরিচ্ছন্নে
মহাঔষধ।
প্রেমে পূর্ণতা
লোভ-লালসা মুক্ত
পবিত্র আত্মা।
প্রেম না থাকলে
চেনার আশ
পাখাহীন বিহঙ্গ।
প্রেমে অপূর্ণ
কারণ তো একটাই
আয়নায় ময়লা।
যে মনে জং
প্রেমে বিস্বাদ তার
অস্থির দেহ।
বুকের ব্যথা
জানান দেয় রোগ
প্রেমিক হওয়া।
উর্দ্ধে গভীর মোহ
ভূমির পানে।
চাঁদের স্নিগ্ধ
জোনাকি ধরে রাখে
রাতে প্রেমালো।
হৃদ গভীরে
প্রেমের সুতা বাঁধা
আত্মাতে আত্মা।
রঙিন খেলা
কঠিন প্রেম ছন্দে
পৃথিবী ঘুরবে।
আপন বশে
বেঁধেছো বাসা প্রাণে
সাধন রসে।
হৃদয়ে স্মরি
আধো বিশ্বাসে আশ
ভালোবাসার।
সঠিক পথে
অর্পিত নেয়ামত
সূচনা দ্রুব।
তোমার প্রেমে
যারা দৃঢ় বিশ্বাসী
সাফল্যে তারা।
আকুল প্রেম
মান্না ও সালওয়া
ঐশি ইনাম।
প্রেম আমার -
ঘৃণা, পাপ অহং
তুমি দর্শক।
বিশ্বাসী প্রেম
প্রবলতর ক্ষমতা
শান্তি অন্বেষ।
হজ্ব পালন
মক্কামে ইব্রাহীম
মহান প্রেম।
দুঃখ দিয়েছো
মোচনকারীও তুমি
সর্বশক্তির।
প্রেমের দান
যতো হোকনা কঠিন
গভীর স্বাদ।
প্রেমের মোহ
সৃষ্টিকে গড়ে তোলে
অহং ত্যাগে।
বিশ্ব মানব
আদর্শে পরিপূর্ণ
প্রেম দিকদর্শে।
প্রেমের ফুল
ফুটে জীবন ভর
আঁধারে আলো।
প্রেমের স্মৃতি-
নতুন সাজে আদি
অন্তের সুখ।
গোপন প্রেম
আবদ্ধ কারাগারে
হৃদ কাবায়।
আত্মার সীমা
অসীমে বদ্ধ হয়
অনন্ত প্রেম।
প্রেম দর্পন
ভাঙ্গলে শ প্রতিবিম্ব
ছায়া ধারণ।
প্রণয় ধনে
আমি গরীব ভিক্ষু
ঠাঁই দে প্রাণে।
বক্ষ শিকারী-
যে প্রণয় ভিখারি
বাঁধো প্রেমবাণে।
এমনি বাঁধন
প্রেমে পাথর ক্ষয়
চোখের জলে।
শূণ্য খাঁচায়
চুরি করে মনচুরি
থাকো সেথায়।
গাঁথবো প্রেমফুল
ত্রিভূবনে নাইকো যা
তেমনি অমূল।
ও ভোলা মন
প্রেমে ভক্তি- মুক্তির
করো অন্বেষ।
নবীর প্রেম
পাপ তাপ শোধনে
পূণ্য মলয়।
প্রেম ছিটাবো
কর্ম সাধনে শান্তি
ভরবে ভূবন।
যে প্রেমে বন্দী
সে এক ও অনন্য
উপমাহীন।
আসল প্রেম
অন্তর পরিচ্ছন্নে
মহাঔষধ।
প্রেমে পূর্ণতা
লোভ-লালসা মুক্ত
পবিত্র আত্মা।
প্রেম না থাকলে
চেনার আশ
পাখাহীন বিহঙ্গ।
প্রেমে অপূর্ণ
কারণ তো একটাই
আয়নায় ময়লা।
যে মনে জং
প্রেমে বিস্বাদ তার
অস্থির দেহ।
বুকের ব্যথা
জানান দেয় রোগ
প্রেমিক হওয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১২/২০১৬
-
স্বপন শর্মা ২৬/১২/২০১৬কঠিন শ্রম দিয়েছেন প্রিয়
-
শমসের শেখ ২৬/১২/২০১৬অনেক ভালো লিখেছেন ।
-
সভ্যচাষী সপ্তম ২৫/১২/২০১৬সুন্দর
শুভেচ্ছা রইল কবিবর।