www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাপানী আদলে বাংলা হাইকু-৩ (বিশ্বপ্রেম-৬)

বাঁধো প্রেমডোরে
জীবন ধন মান
তোমারী দান।


আগে জানিনে-
তোর প্রেমে দয়াল
পরান কাঁদে।


দোয়া করিও
আক্ষেপ করিও না
দেখবেন তিনি।


সুন্দর তুমি
নবীন রঙে লও
চিত্ত রঞ্জনে।


কিসের টানে?
চেয়ে থাকে আকাশ
আমার পানে।


যে জন প্রিয়
রাখিসনে অশ্রুদ্বারে
রাখিস হৃদে।

বুকের মধ্যে
দেখবি দুই নয়নে
প্রাণ সজনি।


তারেই জানি
চিনলে সোনার কাঠি
দানের দাবি।


প্রেমের বাণী
ভক্তে সাধন মেলে
সুধার রস।


অচেনা বিশ্ব
প্রেম অচেনা তাই
হৃদয় দোলে।


ভাসাই ভেলা
আবার শুরু করি
নতুন প্রেমে।


সবাই যাবে
প্রেম যুগান্তরের
তরী বাওয়া।

স্বপ্ন মধুর
পথে দোরখুলে দাও
তুষার মুছে।


ধন্য হয়েছি
তোমার কাছে ধন্য
প্রেমের জন্য।


বক্ষের ধন
যে¤িœ দোলায় দোলে
প্রেম আনন্দে।


তোমার নামে
রঙিন তুলি আঁকে
জীবন রেখা।


ডুব দিয়েছি
প্রেম সাগরে মুক্তা
স্বরূপ আশে।


দিন ফুরালে
ঘুচবে সকল সঙ্গ
মিশবে খাঁটিতে।

পাগল বলিস-
কালপ্রেমে করবে তুমি
বদন নীচু।


ভাসা প্রেমভেলা
করিসনে অবহেলা
আঁধারে মণি।


বিচ্ছেদী প্রাণ
পুড়িয়ে ফেল বর্জ
দেখবি সূর্যালো।


প্রেম বন্ধন
কেমনে টুটবে তুমি
স্বর্গ অঞ্জন।


ভাবের আয়না
ভবে মিলন তৃষ্ণা
অলীক আশ।


হৃদে পিপাসা
খুঁজি চরণ তল
প্রেমালো কণা।

জেগেই দেখ
কী প্রেমে দংশালো
বাসর ঘরে।


প্রেম বাজারে
বিকায় হীরা চুন্নি
বিক্রি ইশারা।


অজ্ঞানে জ্ঞান
প্রেমানন্দে প্রশান্তি
হৃদয়ে ভরো।


যুদ্ধে বিকার
প্রেমে সেতু বন্ধন
শান্তি আয়ত্বে।


অস্ত্র ধিক্কার
প্রেমে মহড়া দাও
পায়রা উড়বেই।


ধ্বংসে পরমানু-
প্রেমে জাতি গঠন
প্রশান্তি বীজ।

মানুষ মারা
যুদ্ধে কৃতিত্ব নয়
প্রেমে অমর।


প্রেম নিশান
যুদ্ধ দুর্দম বেগ
শান্তি এ্যাটম।


তুমি বক্ষেতে
আমার মন বলে
স্থায়ী আসন।


প্রেম বাতাসে
চির নতুন সুর
সুধা মধুর।


আঁধারে আলো
তুমি স্বর্ণ প্রদীপ
চাঁদ তিলক।


কষ্টে পেয়ালা
উপচে পড়েছে ভরে
ধরা দাও হে।

সঁপেছি প্রাণ
কদিনের অতিথি
তবু উতলা।


প্রেম সাধন
ধূলায় চরণতল
নীরব আশা।


এককণা প্রেম
খন্ড দিনের আলো
আকাশ পাওয়া।


দিনের শেষ
জাগল রাঙা মুকুল
তুমি আসাতে।


মন কাননে
বাজে প্রেমের সুর
যা সঙ্গোপণে।


উতলা মেঘ
চিরশূণ্য হলো না
সুপ্ত বেদন।

বিদায় বেলা
মেঘে ঢেকেছে তারা
নীরব ব্যথা।


ডাকছি দরদী
দাও না সাড়া তুমি
ছন্দে ময়ুর।


ইশারা কথা
প্রেমের বর্ষা নামলো
প্রাণেই সুধা।


অনেক পাওয়া
বিন্দু আলোর মাঝে
প্রেমটুকু চাওয়া।


বিচ্ছিদী বন্ধু
মনের দুঃখ কইতে
পারছি না সইতে।


জ্বালিও প্রাণ
দিপ্ত প্রদীপ দিয়ে
আশায় আছি।

স্বপ্ন জোয়ারে
বাঁধবি দু দুজনারে
কুহক জালে।


প্রথম চেনা
কথার মোহে জানা
চিত্ত নাচন।


দুঃখ মেটাবো
আগুনে করবো স্œান
শোধন প্রেমে।


অবগুন্ঠন?
যদি পর্দা না তুলো
চিনবো সেদিন।


নিশীতে জাগি
সরস প্রণয়ভীত
মৃদু কম্পন।


হৃদ মন্দিরে
ফুলের গন্ধ ভাসে
উন্মাদ বায়ু।

অন্তরে ফুল
বিরহে বাতিঘর
বন্দী প্রণয়।


মধু কুঞ্জনে
সুখ¯্রােতে ভাসাও
আমি নিকটে।


মোহে অবশ
বাঁধি প্রেমের ডোরে
রূপ সাধন।


অকূল পাড়ে
করবো প্রেমপারাবার
জীবন তরী।


যা খোঁজা খুঁজছি
যা বুঝার বুঝেছি
প্রেমহৃদ সুস্থি।


উদাস আঁখি
বুকের দরজা খুলো
উঁকি প্রেমতারা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শমসের শেখ ২২/১২/২০১৬
    এ যেন অনবদ্ধ এক লিখনি ।
  • সোলাইমান ২১/১২/২০১৬
    খুব বেশি ভাল লাগে এই রকম কবিতার বিষয়বস্তু।
  • তিন তিন করে এগিয়ে গেলাম 🐦
  • গুরুপদ নেয়ে ২১/১২/২০১৬
    বা!
    দারুণ উপস্থাপনা!
 
Quantcast