www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাপানী আদলে বাংলা হাইকু-৩ (বিশ্ব প্রেম-৫)

আশার মাছি
আকাশ তারা সাক্ষী
বাঁধো প্রেমডোরে।


অনেক দাগি
তপ্ত হৃদয়ে পরবো
প্রেম বসন।


ডাকবো মধুর-
প্রেমপূর্ণ প্রাণ দাও
কলহ দূর।


খুলে দে দ্বার
হৃদশূণ্য করে রেখো
বাজাবে বাঁশি।


বাঁধন খুলো
তীর যদি না দেখি
একা অকূলে।


ফাঁদ পেতেছি
অন্তরে কান্না ধন
খুলেছি আঁখি।

মহান দাতা
সহজ প্রেমের ত্রি
ভূবন পাতা।


মনে রাখিস
মৃত্যূ আঘাত খেয়ে
মুক্তি জানিস।


বিষম ঝড়ে
সাগর পাড়ি দেব
প্রেমরাঙা নায়ে।


বিজনে হাত
হৃদে পরশ ভরা
আমায় টানে।


নিজের জান
তোমার কাছে ঋণী
বুকে পরশ ।


দুঃখ কিসের?
মৃত্যূ শেষ করে দে
জীবন পাবে।

ত্যাগে যে জয়
প্রেমে যে পরিচয়
মুকুট বাঁধা।


হৃদয় ডাকে
দুঃখাশ্রু মিশবে তার
আনন্দলোকে।


দু’হাত তুলে
ডাকলে তারে দেখিস
পাবে প্রেমমলয়।  


কঠিন সুধা
এমনি নিষ্ঠুর প্রেম
দুঃখে মধুর।


আসুক বান
ভাসাও প্রেমে তুমি
জয় আমারি।


প্রাণ কাঁদেরে
অসীমে প্রেম উৎস
স্বজন কই?

মধুর খেলা
প্রেমে আঘাত সত্য
ধিক্কার নেই।


পথের শেষে
অনন্ত বসবাস
ভাবনা কিসের?


অপার তৃষ্ণা
মনে প্রাণে পুলক
সঞ্চিত হেম।


ভবের কূলে
গেঁথে রাখিস মালা
আপন টানে।


অনন্ত প্রেম
নাই নাশ- অক্ষয়
নিত্য নবীন।


জীবন নদী
আঁখির জলে আঁকে
অসীম দেশ।

দুঃখের বাঁশি
আনন্দে বাজবে ডাকি
গভীর প্রেমে।


মহত হৃদ
প্রেমের অংক কষা
অতি উত্তম।


সকল কষ্ট
মুছে ফেলা সম্ভব
প্রেমের ছাড়া।  


ক্ষমায় প্রেম
শ্রদ্ধায় ভালোবাসা
আল্লাহ কাজ।


প্রেমের সুখ
কর্মে প্রমাণ মেলে
ভিত্তি কতটা?


প্রকৃত প্রেম
শ্রদ্ধা থেকেই আসে
ধৈর্য অষুধ।

প্রণয় হচ্ছে
সব কিছুর শুরু
মধ্য ও অন্ত।


জ্ঞানী ব্যক্তিরা
প্রেমে বিকার হয়
বোকারা নয়।


বিচ্ছেদ দুঃখে
প্রেমের বেগ বেড়ে
মরিয়া হয়।


প্রেমের সুরা
পাণ করেই কবি
মাধুর্য পায়।


প্রেমে আনন্দ
কাঁচের ভংকুরতা
দুঃখে অনন্ত।


প্রণয়ে বাঁধলে
বোকারা বুদ্ধিমান
বুদ্ধিরা বোকা।

তোমার প্রেম
ভক্ত প্রাণের স্পর্শ
যুগলাঙ্করি।


নিভৃত খেলা
সাধনায় রচিত
প্রেমের জ্যোতি।


আকাশ নীল
ঝরছে সূর্যের প্রেম
সাগর দোলে।


সফল করো
শুস্ক হৃদয়ে প্রেম
নয়নে প্রভা।


আনন্দে অঙ্গ
কত ঢেউয়ের ছন্দ
কত যে রঙে।


বিশ্ব কল্যাণে
চিত্ত পুলক প্রেম
প্রদীপ ধরো।

প্রেমেই নাচে
বিশ্ব ভূবন সাজে
সবুজ ছন্দে।


তোমার বায়ু
বন্ধুর ¯েœহে বসে
বক্ষ পিঞ্জরে।


কী করে রটবে?
সূর্য থেকে ঝরিছে
মধুর প্রেম।


পথের সাথী
পথ হারালে প্রিয়
গাইড তুমি।


হৃদমাঝে প্রেম
দুঃখ সুখের হর্ষ
পরান পুরে।


সবার মাঝে
সব কিছুতে আছ
আমার তুমি।

আকাশ থেকে
বিলায় তুমি প্রেম
ধরণী হাসে।


প্রেম ভিক্ষুক-
ফুল বক্ষে সুগন্ধ
তে¤িœ বাঁধো না?


বিশ্ব বিহারে
সবার সাথে প্রেমে
জাগবো আনন্দে।


এইতো সাধন
হৃদে চরণ রাখো
দাও প্রেমকণা।


স্বীকার করি
মহিমা যেথা জ্যোতি
অশ্রু ঝরাবে।


বিশ্ব সভায়
আলোয় ধুয়ে দিও
বদনে নূর ।

প্রেমহৃদ খনি
পাবে মণি সাধনে
যতটা লাগে।  


বিচিত্র সুখ
জয়-নাশ করুণা
প্রেমমধুময়।


বেঁধেছো প্রেমে
আকুল প্রেমময়
রূপ নয়নে।


পরানে শান্তি
খুঁজেছি বিশ্বময়
প্রেম-নিলয়।


গহীন প্রেমে
সুধা রসের ¯্রােতে
নয়ন ভাসে।


কী আনন্দ!
আপন মনোমাঝে
দূর পরবাস।

চঞ্চল মন
প্রেমে অস্থির চিত্ত
তৃষ্ণা মেটাও।


সকল প্রীতি
প্রেমে বাইরে ভিতরে  
একমাত্র সঙ্গী।


প্রেম রসেই
জ্ঞান ধ্যান ভক্তির
জীবন দাও।


নবীন করো
প্রেমে আলোক দাও
সুধা সাগর।


প্রেমপথে কাঁটা
উপড়ে ফেল দেয়াল
ভিতরে বাইরে।


অন্তরে বসো
আঁধার হউক চূর্ণ
ভরো অমৃতে।

অনাথ আমি
তোমা বিনে প্রেমমতি
প্রাণে ক্রন্দন।


প্রেম বিহনে
জীর্ণ কোঠরে জ্যোতি
পাবে কেমনে?


বন্ধুত্ব চাও?
চিত্তকমলে রাখো
চরণ জ্যোতি।


বাজে প্রেমদুখ
আঁধার বুঝি গ্রাসে
প্রদীপ জ্বালো।


হাতরাখছি বুকে
তিমির ঘুচে থাকি
মহিমা মাঝে।  


শূণ্যে প্রাণকান্দে
প্রেমবিন্দু করো দান
চরণ স্থানে।

কাঙাল মন
বাঁশির সুরে কাঁদে
উদাসনয়ন।


প্রেম জাগাও
নিরস প্রাণে মধু
পাষাণে কাঁদা।


করুণাময়!
দুঃখে সুখে বন্ধন
¯েœহের প্রেমে।


কোথায় থাকো?
শূণ্য হৃদে বাঁধভাঙছে
প্রেমের বায়ু।


শান্তির নদী
গভীর প্রেমমুখ
বানে মাধুরী।


ধন্য এ প্রেম
শান্তির ফুল ফুটলো
বিশ্বজগত।

কিরণ শোভা
¯েœহ দয়া প্রেমভক্তি
কোমল প্রাণ।


তোমার প্রেম
ধর্মে-কর্মে জগতে
তোমাতে লীন ।


হারাবো কী সে?
প্রাণের সঙ্গে প্রাণ
সেতু বন্ধন।


বৃত্তের খেলা!
মহাপ্রাণে মিলন
বিন্দু স্বপ্রাণ।


তুমি প্রাণময়
আমি বাঁচি কৃপায়
আছো তাইযাচি।  


ভালোবাসছো যে
জ্বেলেছো তার আলো
ভরেছো প্রাণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আরিফ মুহাম্মদ ২০/১২/২০১৬
    লেখার আকার ছোট করলে ভালো হতো। তবে বড় লেখা বেশি পরিশ্রম করার জন্য ধন্যবাদ কবি।
    • ধন্যবাদ আরিফ মুহাম্মদ। ক্ষমা করবেন। আসলে ১৭ বই মেলায় বই প্রকাশ করবো তাই সব লেখা জমা হয়ে আছে।
      ৫৬০ টি হাইকু নিয়ে বইটি বের হবে।
  • সুন্দর ! তবে ছোট ছোট আকারে কয়েকটি কবিতা হলে মনে রাখতে সুবিধা হতো । শুভেচ্ছা ।
    • ধন্যবাদ দাদা। মার্জনা করবেন। তা আর হয়ে উঠেনি। হাইকু লেখার পর ভবিষ্যতে এমনটি হবে না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাল থাকুন।
  • সোলাইমান ১৯/১২/২০১৬
    সুন্দর চেতনার কথা কবিতায়
    শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা কবির জন্য
    • অনেক ধন্যবাদ সোলাইমান ভাইকে। সুন্দর মন্তব্য করে বাধিত করেছেন। আসলে আমি অনেক ব্যস্ত। সময় তেমন দিতে পারি না। ক্ষমা করবেন। ভাল থাকুন ভাইজান।
  • কুয়াশা ১৯/১২/২০১৬
    অসাধারন । ভালো লাগল কি ও কবিতা। শুভেচ্ছা জানবেন কবি।
 
Quantcast