জাপানী আদলে বাংলা হাইকু-৩ (বিশ্ব প্রেম-৪)
অশ্রু বর্ষণ
বিচ্ছেদ পূর্ণ দুঃখ-
মিটলো তিয়াস।
আত্মার কোষে
অমৃতরূপ বসা
দুঃখে অষুধি।
হৃদয় চাইনি
প্রেম আঘাত আশা
কাছে যাইনি।
কর্মেই বান্ধা-
তবে পাগল কেনো
দে প্রাণ ভরে।
এমন লীলা
রিক্ত মাঠ ভরেছো
প্রেমের হিয়া।
কখন হবো?
চরণ তলে ধুলো
চিনবেই সবে।
দুয়ার খুলো
প্রাণে পরশ দাও
প্রেমের রাজ্যে।
ঢেউ দোলাও
প্রেম খেলায় বাঁধো
চাঁদ সন্মুখে।
ঘরের চাবি
কুড়াবে পথে ফেলে
বিন্দু নিমেষে।
খুশিই হয়ো
আলো আধাঁর খেলা
হৃদয় নাড়ো।
রাত্রি দিনের
মিলন মেলা দেখা
দেহে নিঃশেষ।
পরম ধন
নিত্য প্রেমের লীলা
গতির সঙ্গী।
তুমি আমার
তুমি বন্ধু সুখশান্তি
জুড়াও প্রাণ।
চরমে সুখ
রূপ-মরমে ব্যথা
অকূলে কূল।
মায়া দর্পন
আঁকো মানস ছবি
কবির দৃষ্টি।
প্রাণ দিয়েছো
মান দিয়েছো সাথে
ভিখারী ধন।
বিশ্ব পুলকে
যে প্রেমে কাঁপে হিয়া
ক্লান্তি জুড়ায়।
কী রঙ্গ করলে
ওগো রাজাধি রাজ
প্রেমে কাঙাল।
আমায় জানা-
সঙ্গে তোমায় চেনা
হিস্যা লেনদেন।
আকাশ জুড়ে
দেখছো অনিমেষ
ঘুচবে আঁধার।
মুখের কথা
দোলে আমার প্রাণ
দীপ সন্ধানে।
রতœ দিয়েছো
স্বাদ না মেটে যদি
কণা বেঁটে দে।
দিনের শেষে
ওপথে দৃষ্টি রাখি
জ্বালাই বাতি।
যিনি কাঁদায়
তিনি ভুলিয়ে আনবে
তুলবে ঘরেতে।
আমাকে তুমি
রাখ তোমার চোখে
সে চরণপাতে।
তোমার প্রীতি
ভরে এ দেহ প্রাণ
নিজকে প্রদান?
পাঠাবে দূরে
আসবো চরণ তলে
রাজার খেলা?
তোমার প্রেম
ধন্য করেই জ্ঞান
নিজকে সে দেখে।
এসেছো দ্বারে-
সঙ্কট, বজ্র, মৃত্যু
বাঁধন ছিঁড়ে?
আলোক ঝর্ণা
ছুঁয়ে দিও হৃদয়
মাথা দে নুইয়ে।
তোমার পানে
ছুটুক প্রেম তরী
ভরুক দানে।
প্রেমের দান-
তুমি সত্যেই আশা
নিঃস্ব - কল্যাণ।
কুঞ্জ সাজাও
যে সাজে ধরা ধুলি
ভোলে আনন্দে।
তুমি যা দাও
সে যে দুঃখের দান
সার্থক প্রাণ।
একাই জাগি
এ যে বিরহী হিয়া
তোমার জন্যে।
প্রেম রাগিনী
বাজে হৃদ ভুবনে
আসন পাতি।
ডমরুর বাজনা
রিমঝিমের ঝংকারে
চিনি তোমারে।
প্রদীপ জ্বালো
লুকানো ছায়া ঠেলে
এসো পূণ্যালো।
আমার আলো
শুধুই জ্বালা, কালি;
কিরণ ঢালো।
দুঃখ ভুলিয়ে
রাখো করুণা করে
দুয়ার খুলে।
সকল আশা
সব ভালোবাসায
নামটি যে প্রভু।
আশেক ত্রান
আরো ডুবাও প্রেমে
সুধা সাগরে।
বিশ্ব ছবিতে
প্রেমরূপ খুঁজতে পথে
জ্যোতির আশে।
তোমার ইচ্ছা
চরণে প্রেম আশা
পূর্ণ হউক।
করুণা কণা
প্রেম সলিল ধারে
¯েœহে জুড়াও।
নিবিড় নিশি
পথরেখা গেছে মিলে
কী করে চিনি?
সেবক হবো-
চিত্তে কর্মে প্রলুব্ধ
বিশ্ব দুয়ারে।
আমায় লও
ফিরে দিও না আর
হৃদয়ে বসো।
সকল শক্তি
প্রেমভক্তি দয়া আলো
সব তোমার।
বিরস প্রাণ
দাও প্রেম সলিল
ধরো প্রদীপ।
ইচ্ছা জাগাও
প্রেমে বিশ্ব ডুবুক
শান্তি বর্ষণে।
জীবন দাও
তোমার ইচ্ছা মাঝে
মঙ্গল কাজে।
সাধন ধন
প্রেমসিন্ধু তীরে মিলবে
সত্য সন্ধান।
প্রেমিক দেহ
চিত্তে ¯েœহ বর্ষণ
মিটবে তিয়াস।
পাষাণ হৃদে
প্রেম জমেই ক্ষীর
জয় তোমার।
আমি আসবই
চন্দ্র সূর্য তোমার
কতটা সাজবে?
বিরহে জ্বালা
দুঃখে রাখেন মান
প্রেমাভিসারে।
মেঘের আলো
প্রেমের দীপ জ্বালো
পরাণ ভরে।
বাঁশির সুরে
খুঁজে বেড়ায় দূরে
পাগল মন।
তোমায় ডাকি
হৃদ গহীনে রাখি
তবু তৃষ্ণার্ত।
সময় হলো
লইবে বাঁধনে টানি
ভাসবো জোয়ারে।
বিরহ জালে
যে সেতু বাঁধি প্রেমে
সঁপিতে ভারী।
দূরে তো নয়
চিত্তে মাধুরী ফুটে
মধুর গন্ধে।
তোমার জন্য
প্রেমেই নিদ্রাহীন
তবুও ভালো।
প্রেম বাসনা
বিরহে কাঁপছে হিয়া
দেহ নিশ্চিহ্ন।
তোমার দ্বারে
ললাটে ধূলা মাখি
রইবোই বসে।
তোমার নামে
সে পথ দিয়ে যাবো
সবারে তুষি।
বহু যতনে
আত্মাকে ধুবো আমি
যদি মনজাগে।
গোধুলী লগ্ন
পথ চেয়েই মাঝি
কূলে ভিড়াও।
আমার মধ্যে
বাঁধনে রাখো বাঁধি
আলো পিয়াস।
শিকল নাড়ো
দুঃস্বপ্নে মায়াবদ্ধ
মারেই মরি।
নিজের ছায়া
রচিবে কত মায়া
আঁধার টুটবে।
হৃদয় পদ্মে
ঠাঁই গহীন কোণে
স্বর্গ মাধুরী।
তো মনে রেখো
পুরনো প্রেম ঢাকে
নতুন জালে।
জমানো আছে
চিরন্ত কথাখানি
সহজ প্রেমে।
ডাক দিয়েছো
ফিরি উদাস প্রাণে
এমন টানে।
ধরণী চুমে
চরণে সমর্পন
খোলস খুলো।
ও দরোদিয়া
আছ হৃদয় জুড়ে
জনম ভরে।
সাথেই থেকো
তোমার মধ্যে ঢেকো
আলোক ভরে।
বিশ্বের প্রেমে
অন্তর কর জয়
হিং¯্রতা নাশ।
জাগাও প্রাণ
প্রেমের সুধা ঢালো
ধন্য জীবন।
বিশ্ব জগতে
প্রেম আঁখি সুন্দরে
বঞ্চিত কেন?
তোমায় ডাকি
সকল ফেলে ছুটি
নিজেই ফাঁকি।
পরম প্রেম
জন্ম মৃত্যু সঙ্গীই
রাজ্য বরণ।
বিচ্ছেদ পূর্ণ দুঃখ-
মিটলো তিয়াস।
আত্মার কোষে
অমৃতরূপ বসা
দুঃখে অষুধি।
হৃদয় চাইনি
প্রেম আঘাত আশা
কাছে যাইনি।
কর্মেই বান্ধা-
তবে পাগল কেনো
দে প্রাণ ভরে।
এমন লীলা
রিক্ত মাঠ ভরেছো
প্রেমের হিয়া।
কখন হবো?
চরণ তলে ধুলো
চিনবেই সবে।
দুয়ার খুলো
প্রাণে পরশ দাও
প্রেমের রাজ্যে।
ঢেউ দোলাও
প্রেম খেলায় বাঁধো
চাঁদ সন্মুখে।
ঘরের চাবি
কুড়াবে পথে ফেলে
বিন্দু নিমেষে।
খুশিই হয়ো
আলো আধাঁর খেলা
হৃদয় নাড়ো।
রাত্রি দিনের
মিলন মেলা দেখা
দেহে নিঃশেষ।
পরম ধন
নিত্য প্রেমের লীলা
গতির সঙ্গী।
তুমি আমার
তুমি বন্ধু সুখশান্তি
জুড়াও প্রাণ।
চরমে সুখ
রূপ-মরমে ব্যথা
অকূলে কূল।
মায়া দর্পন
আঁকো মানস ছবি
কবির দৃষ্টি।
প্রাণ দিয়েছো
মান দিয়েছো সাথে
ভিখারী ধন।
বিশ্ব পুলকে
যে প্রেমে কাঁপে হিয়া
ক্লান্তি জুড়ায়।
কী রঙ্গ করলে
ওগো রাজাধি রাজ
প্রেমে কাঙাল।
আমায় জানা-
সঙ্গে তোমায় চেনা
হিস্যা লেনদেন।
আকাশ জুড়ে
দেখছো অনিমেষ
ঘুচবে আঁধার।
মুখের কথা
দোলে আমার প্রাণ
দীপ সন্ধানে।
রতœ দিয়েছো
স্বাদ না মেটে যদি
কণা বেঁটে দে।
দিনের শেষে
ওপথে দৃষ্টি রাখি
জ্বালাই বাতি।
যিনি কাঁদায়
তিনি ভুলিয়ে আনবে
তুলবে ঘরেতে।
আমাকে তুমি
রাখ তোমার চোখে
সে চরণপাতে।
তোমার প্রীতি
ভরে এ দেহ প্রাণ
নিজকে প্রদান?
পাঠাবে দূরে
আসবো চরণ তলে
রাজার খেলা?
তোমার প্রেম
ধন্য করেই জ্ঞান
নিজকে সে দেখে।
এসেছো দ্বারে-
সঙ্কট, বজ্র, মৃত্যু
বাঁধন ছিঁড়ে?
আলোক ঝর্ণা
ছুঁয়ে দিও হৃদয়
মাথা দে নুইয়ে।
তোমার পানে
ছুটুক প্রেম তরী
ভরুক দানে।
প্রেমের দান-
তুমি সত্যেই আশা
নিঃস্ব - কল্যাণ।
কুঞ্জ সাজাও
যে সাজে ধরা ধুলি
ভোলে আনন্দে।
তুমি যা দাও
সে যে দুঃখের দান
সার্থক প্রাণ।
একাই জাগি
এ যে বিরহী হিয়া
তোমার জন্যে।
প্রেম রাগিনী
বাজে হৃদ ভুবনে
আসন পাতি।
ডমরুর বাজনা
রিমঝিমের ঝংকারে
চিনি তোমারে।
প্রদীপ জ্বালো
লুকানো ছায়া ঠেলে
এসো পূণ্যালো।
আমার আলো
শুধুই জ্বালা, কালি;
কিরণ ঢালো।
দুঃখ ভুলিয়ে
রাখো করুণা করে
দুয়ার খুলে।
সকল আশা
সব ভালোবাসায
নামটি যে প্রভু।
আশেক ত্রান
আরো ডুবাও প্রেমে
সুধা সাগরে।
বিশ্ব ছবিতে
প্রেমরূপ খুঁজতে পথে
জ্যোতির আশে।
তোমার ইচ্ছা
চরণে প্রেম আশা
পূর্ণ হউক।
করুণা কণা
প্রেম সলিল ধারে
¯েœহে জুড়াও।
নিবিড় নিশি
পথরেখা গেছে মিলে
কী করে চিনি?
সেবক হবো-
চিত্তে কর্মে প্রলুব্ধ
বিশ্ব দুয়ারে।
আমায় লও
ফিরে দিও না আর
হৃদয়ে বসো।
সকল শক্তি
প্রেমভক্তি দয়া আলো
সব তোমার।
বিরস প্রাণ
দাও প্রেম সলিল
ধরো প্রদীপ।
ইচ্ছা জাগাও
প্রেমে বিশ্ব ডুবুক
শান্তি বর্ষণে।
জীবন দাও
তোমার ইচ্ছা মাঝে
মঙ্গল কাজে।
সাধন ধন
প্রেমসিন্ধু তীরে মিলবে
সত্য সন্ধান।
প্রেমিক দেহ
চিত্তে ¯েœহ বর্ষণ
মিটবে তিয়াস।
পাষাণ হৃদে
প্রেম জমেই ক্ষীর
জয় তোমার।
আমি আসবই
চন্দ্র সূর্য তোমার
কতটা সাজবে?
বিরহে জ্বালা
দুঃখে রাখেন মান
প্রেমাভিসারে।
মেঘের আলো
প্রেমের দীপ জ্বালো
পরাণ ভরে।
বাঁশির সুরে
খুঁজে বেড়ায় দূরে
পাগল মন।
তোমায় ডাকি
হৃদ গহীনে রাখি
তবু তৃষ্ণার্ত।
সময় হলো
লইবে বাঁধনে টানি
ভাসবো জোয়ারে।
বিরহ জালে
যে সেতু বাঁধি প্রেমে
সঁপিতে ভারী।
দূরে তো নয়
চিত্তে মাধুরী ফুটে
মধুর গন্ধে।
তোমার জন্য
প্রেমেই নিদ্রাহীন
তবুও ভালো।
প্রেম বাসনা
বিরহে কাঁপছে হিয়া
দেহ নিশ্চিহ্ন।
তোমার দ্বারে
ললাটে ধূলা মাখি
রইবোই বসে।
তোমার নামে
সে পথ দিয়ে যাবো
সবারে তুষি।
বহু যতনে
আত্মাকে ধুবো আমি
যদি মনজাগে।
গোধুলী লগ্ন
পথ চেয়েই মাঝি
কূলে ভিড়াও।
আমার মধ্যে
বাঁধনে রাখো বাঁধি
আলো পিয়াস।
শিকল নাড়ো
দুঃস্বপ্নে মায়াবদ্ধ
মারেই মরি।
নিজের ছায়া
রচিবে কত মায়া
আঁধার টুটবে।
হৃদয় পদ্মে
ঠাঁই গহীন কোণে
স্বর্গ মাধুরী।
তো মনে রেখো
পুরনো প্রেম ঢাকে
নতুন জালে।
জমানো আছে
চিরন্ত কথাখানি
সহজ প্রেমে।
ডাক দিয়েছো
ফিরি উদাস প্রাণে
এমন টানে।
ধরণী চুমে
চরণে সমর্পন
খোলস খুলো।
ও দরোদিয়া
আছ হৃদয় জুড়ে
জনম ভরে।
সাথেই থেকো
তোমার মধ্যে ঢেকো
আলোক ভরে।
বিশ্বের প্রেমে
অন্তর কর জয়
হিং¯্রতা নাশ।
জাগাও প্রাণ
প্রেমের সুধা ঢালো
ধন্য জীবন।
বিশ্ব জগতে
প্রেম আঁখি সুন্দরে
বঞ্চিত কেন?
তোমায় ডাকি
সকল ফেলে ছুটি
নিজেই ফাঁকি।
পরম প্রেম
জন্ম মৃত্যু সঙ্গীই
রাজ্য বরণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৮/১২/২০১৬বেশ পড়লাম,অসাধারণ কবি।