www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জাপানী আদলে বাংলা হাইকু-৩ (বিশ্ব প্রেম-২)

প্রেম আনন্দ
ডুবে সুধার রাজ্যে
পাপ খন্ডন।


দয়াল বন্ধু
যার আকার নেই
পরান পাখি।


প্রেমের দুঃখ
যেম্নি স্বর্ণ সোহাগা
হৃদে রংধনু।


সুন্দর ধরা
বাসনা বীজ বুনছি
সবুজ আশে।


মনের রং
ঠোঁটের তুলি আঁকা
কিছুটা মেলে।  


বন্ধন ধর্ম
নফছে আল্লাহ নবী
আশেকী জ্ঞান।

প্রেম কঠিন-
আগে পর্বত চিনি
পরে দেওয়ানা।


দুনিয়া লোভ
তোমাকে দেখা পথ
আঁড়াল রাখে।


পাপী গোলাম
প্রেমধর্মের দীক্ষায়
আজাদ দিও।


আরশিটা দেখো
রূপ সোয়ানা মুখ
রূহুর বাজনা।


বেদনা অশ্রু
বাড়ে সাগরে জল
কীসের টানে?


আগুন জ্বলে
নিবানো কেহ নেই  
প্রেম দরদি!

প্রশান্ত আত্মা!
সন্তুষ্টির বন্ধনে
যাও জান্নাতে।


প্রেম আগুন
যা জ্বালালে জ্বলে না
নিভালে জ্বলে।


ফুলের রূপ
মোহ যেমন তুমি
পাপেই ক্ষমা।


বিচ্ছেদ তীর
বুকে বিঁধে যন্ত্রনা
পাপের ঋণ।


তুষে আগুন
আর প্রেমর জ্বালা
দেখা যায় না।


মিলন ক্ষুধা
এক দরিয়া জলে
মেটে কী তৃষ্ণা?  


লাইলি ও মজনু
প্রেম সাগরে ঢেউ
তুফান তুমি।


পৃথিবী সৃষ্টি
প্রেম ঘুড়ি উড়াও
শয়তান দোষী।


স্মৃতি ভাস্কর
তাজমহল পাথর
জ্বলছে অম্লান।


শিলা চুম্বন
বর্হিপ্রকাশ প্রেম
রাগ খন্ডন।


দুঃখই সুখ
তুমি আশার আলো
মেঘে বর্ষণ।


বিনয়ী প্রেম-
বৃহত্তর এটোম
বিশ্ব আলোক।

প্রেমিক চোখ
ঘুমিয়ে চেয়ে থাকে
দৃষ্টি সরে না।


প্রেম জোয়ারে
ভাসি পূর্ণ আনন্দে-
শেষ ভরসা।


প্রেমের জোরে
চুমু খেল পাহাড়
মূছা অজ্ঞান।


সুগন্ধি রাত
ঘ্রাণে বিভোর বায়ূ
হাসনেহেনার।


ফুলের কলি
তুমি ঘ্রাণ ও অলি
এ প্রেম খেলা।


ঝুলন্ত শিলা
বাতাসে ঠাঁই মেলে
জপে প্রেমমালা।

বাজাবে বাঁশি
ধ্বসবে মহাবিশ্ব
গুটাবে তুমি।


নাগিন বাঁশি
সুরে মাতাল সর্প
নামায় ফনা।  


কী জ্বালা দিলে?
অন্তর শুধু জ্বলে
পরান পোড়ে।


স্বরূপ তুমি
বান্ধব তুমি স্থায়ী
দুঃখের সাথী।


তুমি চাঁদমুখ
আমি জলমগ্ন
নিতই কোলাকুলি।


আত্মার মধ্যে
দেহের অবয়বে
দখলে তুমি।

কথার কষ্টে
কাউকে ত্যাগ কর না
প্রেম নীরবে।


অন্যের ক্ষতি-
পথে কাঁটার মতো
স্বর্গ পিচ্ছিল।  


অন্তর জয়ে
প্রেমের বীজ বুনো
স্বর্গ নিকটে।


অনেক পূণ্য-
উত্তম আচরণ
তারকাসম।


সত্য প্রেমের-
আত্মা মন গ্রথিত
বিলীন সত্ত্বা।


প্রেম সমুদ্রে
লবণ জলে মিশে
জ্যোতির বিশ্ব।

মানব মনে-
লুকিয়ে থাকা প্রেম
বিবেক চাকা।


ভাবের তালা
চাবির কী কুদরত
বিনয়ে খোলে।


প্রেম উত্তাপ
লাভার মতো মিশ্র
পৃথক নয়।


গভীরে ডুবো-
দৃষ্টি ততই খুলবে
স্বচ্ছ প্রেমের।


প্রেম অসীম
অমরত্বে আবাস
আমৃত্যু বাঁচা।


প্রেম বিহীন
দৃষ্টি সব সৌন্দর্য
অসহ্য বোধ।

সকল ধর্মে
ভালবাসা রয়েছে-
প্রেমধর্ম নেই।  


ধন হীনের
উত্তম প্রতিদান
হৃদয় দান।


ক্রয় বিক্রয়ে
টাকার খেলাখেলি:
প্রেমে তা নেই।


বিকার হও-
সুক্ষ্ম দৃষ্টি দিও না
তবেই প্রেম।


আশা ছেড়ো না-
অদৃষ্টের ব্যাপার
অদৃশ্যে হয়।


নিজকে বদলাও-  
দেখো আপনা-আপনিই
বিশ্ব বদলাবে।

পাগল মন
চিন্তা ভাবনা ছাড়াই
সঁপে দে মন।


সব হারিয়ে
আত্মা রূপী পিঞ্জরে
নিজেকে খুঁজি।


পান্থ অতিথি
কয় দিন কাটাবো?
ফিরবো একদিন।


কোথাও নয়
ভ্রমণ কর দেহে
প্রভুকে পাবে।


আত্মা একই:
তোমার মধ্যে আমি
আমিতে তুমি।


জগত মায়া
অন্তর দৃষ্টি রাখ
আলেয়া দেখা।

কানপেতে শোন
করুনা নিয়ে দেখ
প্রেমভাষা বল।


অন্তরে প্রেম
কখনও থামে না
চলবে অনন্ত।


প্রেমের পথে
হেঁটে হেঁটে গন্তব্য
প্রেম বৃক্ষের।  


ছোট ভেবো না
তোমার মধ্যে বিশ্ব-
তাঁরই আত্মা।


মূল সঙ্গীত-
অন্তরে তুলে নাও
ধুলি চমকাবে।


কড়া নাড়াও!
প্রেমে ঘন্টা বাজুক!
ছড়াক বিশ্বে।

অস্ত্র, হিংসা না
রাজ্যের লোভ নয়
প্রেমের যুদ্ধ।


ছিটাও প্রেমবীজ
বিশ্বে প্রেম জম্মাবে-
উড়বে পায়রা।


ভাল না বাসতে-
ধর্মহীনকে আহার
বিহার কেন?


জঞ্জাল পৃত্থি
প্রেমের মহাদানে
স্বর্গ উদ্যান।


শীত বসন্ত
প্রকৃতি ঝরে গড়ে
প্রেমে ‘মা’-ঋতু।


পথহারা শিশু
নির্দেশক তুমিই
কিছু জ্ঞানীর।

বন্ধ চোখেই
দিব্য আঁখি খুলবেই
দুনিয়া ত্যাগে।


সত্য প্রেমের
তরীতে উঠলে পাবে
স্বর্গ আনন্দ।


প্রেমবোধ জ্ঞান
মুখে প্রকাশ নয়
অনুভূতির।


অন্তর দেখ
সব রহস্য ওই
তার ভেতর।  


স্বচ্ছপ্রেম যা?
আগে প্রেমহীন হও
তবেই মিলবে।


সর্তক থাক-
প্রভুর লীলাখেলা
হঠাৎ ঝলকায়।

প্রেম করবে?
কিসে বঞ্চিত দেখো
ঠকবে না তাতে।


অন্তরে আশা
লুকিয়ে রাখলে তবে
সাধন দ্রুত।


প্রেম নদীতে
ঝাপাতে চেষ্টা কর
হাতালে মুক্তা।


প্রেম প্রার্থনা-
আত্মা উজ্বল কর
মনে প্রশান্তি।


তিক্ত সুমিষ্ট-
প্রেমে মজলে যেমন
কাসাও সোনা।


মন ভেঙ্গো না
যা নশ্বর মসজিদ
স্থায়ীত্ব প্রেমে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮২৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোবারক হোসেন ১৩/১২/২০১৬
    ভাল।।
  • বহু পরিশ্রমের ফল। শুভেচ্ছা।
  • পড়েছি। বুঝতে চেষ্টা করছি।
 
Quantcast