তুমি আমার
আমার অন্ধ চোখের স্বপ্ন তুমি,
আমার তিমির ঘরের প্রদীপ তুমি,
আমার অলস দেহের প্রান তুমি,
আমার নিরালস গানের সুর তুমি,
আমার দিনের বেলার সূর্য তুমি
আমার রাত্রির বেলার চাদঁ তুমি,
আমার বসন্তের কোকিল তুমি,
আমার বর্ষার মেঘলা তুমি,
আমার কন্ঠের বজ্রধন্নি তুমি,
আমার একাকীত্বের সঙ্গী তুমি,
আমার পাগলামির সৃতি তুমি
আমার কান্নার জল তুমি,
আমার মনের মাধুর্য্য তুমি,
আমার সুখের হাসি তুমি,
আমার শূণ্যের পবন তুমি,
আমার স্রোতস্বিনী নদীর স্রোত তুমি,
আমার অকৃত্রিম পানে চেয়ে থাকা তুমি,
আমার বিশালতায় সীমানা তুমি
আমার প্রাথনার নিবেদন তুমি,
তপ ধ্যান জ্ঞান একমাত্র তুমি।
আমার তিমির ঘরের প্রদীপ তুমি,
আমার অলস দেহের প্রান তুমি,
আমার নিরালস গানের সুর তুমি,
আমার দিনের বেলার সূর্য তুমি
আমার রাত্রির বেলার চাদঁ তুমি,
আমার বসন্তের কোকিল তুমি,
আমার বর্ষার মেঘলা তুমি,
আমার কন্ঠের বজ্রধন্নি তুমি,
আমার একাকীত্বের সঙ্গী তুমি,
আমার পাগলামির সৃতি তুমি
আমার কান্নার জল তুমি,
আমার মনের মাধুর্য্য তুমি,
আমার সুখের হাসি তুমি,
আমার শূণ্যের পবন তুমি,
আমার স্রোতস্বিনী নদীর স্রোত তুমি,
আমার অকৃত্রিম পানে চেয়ে থাকা তুমি,
আমার বিশালতায় সীমানা তুমি
আমার প্রাথনার নিবেদন তুমি,
তপ ধ্যান জ্ঞান একমাত্র তুমি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
দেবব্রত সান্যাল ২৩/১১/২০১৫
-
দেবব্রত সান্যাল ২০/১১/২০১৫কিছু সংশোধন প্রয়োজন।
১) অন্ধত্ব > অন্ধ
২) তিমির ও পবনের পাশে ব্র্যাকেটে অর্থ দেবেন না।
৩) সমুদ্র স্রোতস্বিনী হয়না , নদী হয়।
৪) অনেক বানান ভুল আছে সংশোধন করুন
এগুলোকে ছেড়ে দিলেন কেন ?
শুদ্ধ বানান লিখবেন সেটাই আসা রাখি। প্রত্যেকটা বানান দেখানো কিন্তু সম্ভব নয়।