মা
মা, আমার কান্ডারী, আমার বান্ডারী
আমার ভালোবাসা, আমার প্রেম
আমার অনুরাগী, আমার ভিবাগী
আমার মন, আমার প্রান
আমার উজ্জ্বল আমার প্রোজ্জ্বল
আমার চিন্তা চেতনা আমার সব
আমার ইহকাল আমার পরকাল
আমার বেহেশত আমার জান্নাত
আমার জীবন আমার সুখ
আমার উল্লাস আমার হাসি।
আমার দেহ তার দান
আমার জীবন তার প্রাণ
আমার হৃদয়, আমার জান
সকলই তার দান
তাহার কথা আমার বেদনা নিরঞ্জনা
আমার মা আমার মা
জানাই সেই সৃষ্টাকে সালাম
যিনি গড়িয়াছে তাকে।
আমার ভালোবাসা, আমার প্রেম
আমার অনুরাগী, আমার ভিবাগী
আমার মন, আমার প্রান
আমার উজ্জ্বল আমার প্রোজ্জ্বল
আমার চিন্তা চেতনা আমার সব
আমার ইহকাল আমার পরকাল
আমার বেহেশত আমার জান্নাত
আমার জীবন আমার সুখ
আমার উল্লাস আমার হাসি।
আমার দেহ তার দান
আমার জীবন তার প্রাণ
আমার হৃদয়, আমার জান
সকলই তার দান
তাহার কথা আমার বেদনা নিরঞ্জনা
আমার মা আমার মা
জানাই সেই সৃষ্টাকে সালাম
যিনি গড়িয়াছে তাকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ২৪/০১/২০১৬আবেগ ঘন কবিতা। কিন্তু কবিতার নন্দন তত্ত্বের দিকে খেয়াল রাখতে হবে। অনেক বানান ভুল ... । দেখে নিবেন।
-
দেবব্রত সান্যাল ০২/১২/২০১৫আপনার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।
-
দেবব্রত সান্যাল ২৩/১১/২০১৫ভাই , কিছু শব্দের অর্থ পাচ্ছি না। বান্ডারী ?
শুধু আবেগময় কিছু শব্দ লিখলেই কবিতা হয় না। কিছু বিশেষণ একেবারে ঠিক লাগে না। প্রোজ্জল , ভিবাগী / বিবাগী , কিছু শব্দ একাধিক বার নানা নাম এসেছে। কবিতাটি ভালো করে লিখতে হবে।