ভাল থেকো ভাইয়া
(মিফরা ও ফাহিমের জন্য)
চলে গেল ভাই আজ ঢাকাতে সে থাকবে
আগের মতই কি সে মনে করে রাখবে।
হবেনা যে খুনসুটি রোজ রাতে আড্ডা
ভাই রবে গুলশান বনানী কি বাড্ডা।
ভাইটা অনেক দূরে বোন রবে জেলাতে
ফোন করে শান্তনা দেবে বেলা ও বেলাতে।
ঈদ এলে দেখা হবে সেটা যেন এক যুগ
ভাই গেল সাথে করে নিয়ে গেল সব সুখ।
ভাই তুমি যেথা থাক রোজ রাতে করো ফোন
তোমার আদর পেতে বসে রবে ছোট বোন।
চলে গেল ভাই আজ ঢাকাতে সে থাকবে
আগের মতই কি সে মনে করে রাখবে।
হবেনা যে খুনসুটি রোজ রাতে আড্ডা
ভাই রবে গুলশান বনানী কি বাড্ডা।
ভাইটা অনেক দূরে বোন রবে জেলাতে
ফোন করে শান্তনা দেবে বেলা ও বেলাতে।
ঈদ এলে দেখা হবে সেটা যেন এক যুগ
ভাই গেল সাথে করে নিয়ে গেল সব সুখ।
ভাই তুমি যেথা থাক রোজ রাতে করো ফোন
তোমার আদর পেতে বসে রবে ছোট বোন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ০৪/০৯/২০১৪অনেক ভালো লাগলো।
-
স্বপন রোজারিও(১) ০২/০৯/২০১৪ভাই বোনের মিল
-
শিমুদা ০২/০৯/২০১৪ভাইয়ের প্রতি বোন এবং বোনের প্রতি ভাইয়ের ভাল বাসা কবিতায় খুব সুন্দর হয়ে ফুটেছে।
-
মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান ০২/০৯/২০১৪সুন্দর হইছে