পুরাতন
অবশেষে পুরাতন ই ফাইভ কিনেছ
মনে হয় এইবার জিনিষটা চিনেছ।
অ্যাপলের ল্যাপটপ বানাচ্ছে ঢাকাতে
তাও তুমি কিনছো লাখ লাখ টাকাতে।
সব হয় এ দেশেই নাম হয় জাপানী
দাম শুনে ভাইরে ওঠে খুব কাপানী।
এই যুগে দ্বিতীয় হাত এটাওবা কম কি
আজ বাদে কাল তুমি ফেলবে সে দম কি!
পুরাতনই ভাল আছে কাম নেই নতুনে
রেখে দিও সব সময় খুব খুব যতুনে।
দেখবে ওটাই খুব কাজে দেবে দিন দিন
থাকবেনা কারো কাছে লাখ টাকা কোন ঋণ।
মনে হয় এইবার জিনিষটা চিনেছ।
অ্যাপলের ল্যাপটপ বানাচ্ছে ঢাকাতে
তাও তুমি কিনছো লাখ লাখ টাকাতে।
সব হয় এ দেশেই নাম হয় জাপানী
দাম শুনে ভাইরে ওঠে খুব কাপানী।
এই যুগে দ্বিতীয় হাত এটাওবা কম কি
আজ বাদে কাল তুমি ফেলবে সে দম কি!
পুরাতনই ভাল আছে কাম নেই নতুনে
রেখে দিও সব সময় খুব খুব যতুনে।
দেখবে ওটাই খুব কাজে দেবে দিন দিন
থাকবেনা কারো কাছে লাখ টাকা কোন ঋণ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শূন্য ০৩/০৬/২০১৪
-
কবি মোঃ ইকবাল ০৩/০৬/২০১৪অনবদ্য একটি কবিতা পড়লাম।
-
এস,বি, (পিটুল) ০৩/০৬/২০১৪সুন্দর,, আমার পাতায় আসবেন।
অনেক সুন্দর হয়েছে।
শুভেচ্ছা নিবেন।