www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গন্তব্যে নির্বাচন

##🎤🎤##@ (২০০৪)
ভরে গেছে এ ধরায় স্বার্থপর মানুষ
খুঁজে পাওয়া হল দায় জনেক মান-হুশ
ভব তার সব তার বলে চেচিয়ে
বিদেশে কিনিবে ভূমি দেশ বেচিয়ে।
টাকা বলে চটপট করে তার মন
বিদেশে যাবেই সে করেছে পণ।
বাবার কবর মাতৃ পদধূলি
টাকার নেশায় সব গিয়েছে ভুলি।

তবে তার টাকা ছাড়া নেই হামহুম
নেই টাকা শিয়রেতে নেই তার ঘুম।

যেদিন দেখেছি বাবা কোদাল হাতে
দুপুরে ফিরিয়ে খাদ্য মাড়ে ভাতে
জলঘাটে মা তার রয়েছে নতশিরে
ছোট ভাই-বোন কাদে মাকে ঘির।

সেদিন খাতা-বই আগলে বুকে
পণ করেছে, মানুষ হবে সে হাজার দুখে।
বাবা মরেছে তার খেয়ে নুনভাত,
সংসার চলিছে তার করে পাঁচ সাত।
চারি মুখ অনাহারে হয়েছে কাতর
প্রতিদিন দেখে মা হয়েছে পাথর।

বাবার পর এলো মায়ের পাড়ি
তখনো উঠেনি চিবুকে দাড়ি
ভেঙেছে মন, ভেঙেছে পণ
আমি হারিয়ে স্বপন, হারিয়ে স্বজন
হয়েছিযে আজ নিঃস,
তোমার গন্তব্য
তোমায় চিনিয়ে দিবে এই বিশ্ব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৭/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast