www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সততা ও ন্যায় পরায়ণতাই বল

মানব জীবনে সততাই বল;
আর সেই সততাই যে মানব মনে
বহমান সত্য ও নিষ্ঠার এক অনুপ্রেরণা।
সে মানুষ হবে মহা—মানব,
সত্য ও নিষ্ঠায় গড়া এক খাঁটি লৌহ মানব;
যে মানব নিজেকে চেনে এবং জানতে পাড়ে...
সে কখনও হবে না বিপথগামী সত্য ও নিষ্ঠার ন্যায় হতে;
সে চিনিবে আল্লাহকে, মানিবে আল্লাহর বিধানের শাসন,
মানিবে আরও আল্লাহর প্রেরিত সকল নবী ও রাসূল দিগকে।
কে হে ভাই—বোন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান

অন্যান্য ধর্মাবলম্বী সকলের জন্যই সত্য সমান;
এই ভেদা—ভেদ মানব সকলের মাঝে থাকতে হবে অনন্ত বহমান।
তাহলে সকলেই জয়ী হবো সত্য ও বস্তু—নিষ্ঠায়;
জীবনের এই সত্য নিষ্ঠার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হবে
সমাজের ন্যায় পরায়ণতা, আর মিথ্যাকে করতে হবে না;
মিথ্যা মানুষের জীবনে বয়ে আনে আত্ন—আহংকার ও ধ্বংস,
তাইতো আমরা স্বচেতন মানব জাতি,
সকলেই মনে করি আমরা জ্ঞানী,
আসলেই কি আমরা জ্ঞানী?
কোথায় আমাদের প্রকৃত জ্ঞান!
সত্য—মিথ্যার এই জগতে দিশেহারা আমরা মানব জাতি!
মিথ্যার দাম্ভিকতায় তলিয়ে যাচ্ছি গভীর সাগর অতলে;
সত্যবাদিতার পথ হতে আমরা এসেছি পথ হারায়ে।
তবুও এরই মাঝে যে মানব, মানবে সত্য সেই হবে জয়ী;
সকল মিথ্যা, অহংকার, পরনিন্দা

প্রতিনিয়ত অপবাদের বোঁঝাকে বহন করে,
পিছু লোকে কিছু বলে কোন কথার তোয়াক্কা না করে
সকল নিন্দুকের মিথ্যার দাম্ভিকতার বিষ ক্রিয়াকে
গভীর সাগর অতলদেশে নিষ্কৃয় করে
সত্য বাদিতার পণ হতে আসিনি ফিরে;
তাই আজ আমি জয়ী,
সফল ব্যক্তি সামাজিক জীবনে।
আমরা গড়ব দেশ, সততা ও একতার বলে
পরবর্তী প্রজন্ম জানবে ও আদর্শ শিক্ষা নিবে
আমাদের এই সততার ও কর্তব্য নিষ্ঠাকে অনুস্মরণ করে।
-------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast