www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিশু ছাত্র

‍পিতা—মাতাই একমাত্র অবতার
শিশুদের দিতে হাতে খড়ি আদর্শ শিক্ষার,
যদি থাকে শিক্ষিত জন;
বয়সে তারাই হবে তাদেরই গুরুজন!
শিশুতো চাইবে না পড়তে!
চাইবে খেলতে, ঘুড়তে, বেড়াতে;
তারা চাইবে খেলনা।
তারা নিষ্পাপ, তারা অবুঝ
তারাই ভবিষ্যৎ, চির সবুজ
নেই কোন অপরাধ
ক্ষমা কর, মিঠাও তার সকল স্বাদ—আল্লাদ
মানুষ করতে তাকে;
শিশু হতে হয় পিতা—মাতা আপনজনকে
তারা নয় ফেলনা।
ভাল ভাল কথা আর আদব—কায়দার শিক্ষা
ব্যবহার—আচরণের মাধূর্যতায় দিতে হবে দিক্ষা।
পরিবার যখন (স্বামী—স্ত্রী) গঠন করে;
দিবে তোমাদের ঘর আলোয় ভরে
তাদের (শিশুদের) আর্ভিভাব!
নিমিষেই তরাইবে সকল সুখের অভাব
সকল দূঃখ বেদনা।
আদর্শ সুশিক্ষার আলোয় ভরিয়ে জীবন
গুছিয়ে তিমির কালো রাঙ্গিয়ে ভুবন,
বিবাহীত জীবনে কর সঠিক কর্ম
স্বার্থক হবে তোমাদের সংসার ধর্ম,
কভূ করনা অসদ ব্যবহার
মূখে তুলে দাও হালাল আহার;
এ সব বৃথা যাবে না।
আদর্শ পিতা—মাতা, আদর্শ পরিবার
আদর্শ শিশু শিক্ষার, আদর্শ কারিগর,
পরিবার ভূক্ত সকলেই;
সঠিক শিক্ষা না পেলে সে ঝড়ে যাবে অকালেই।
যখন করিবে অর্জন আদর্শ শিক্ষার জ্ঞান
করিবে রক্ষা পরিবার, সমাজ—দেশের সম্মান,
একদিন পাবে সম্মানণা।
শিশুরা হলো ফুল;
ফুলের মত কমল,
ফুলকে যেমন ঢালিতে সাজাতে করতে হয় নিভীর যত্ন
তেমনি সাজালে সেই শিশুই হবে এদেশের অতুলনীয় রত্ন,
আপনজনকে হতে হবে কোমলমতি;
প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে হবে আদর্শ গুনবতি,
তোমাদের নেই কোন তুলনা।
-------
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৯/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast