“নিজেকে বড় ভাবা”
কে বলেছে আপনি বড়?
কে বলেছে আপনি ছোট?
কে বলেছে আপনার অযোগ্যতা?
কে বলেছে আপনি অপরাধী?
কে বলেছে আপনি গরীব?
কে বলেছে আপনি ধনী?
কে বলেছে আপনার কোন অর্থ নেই?;
কে বলেছে আপনার কোন ঘর নেই?
কে বলেছে আপনি দীনদ্বার?
কে বলেছে আপনার গাড়ী নেই?
কে বলেছে আপনার চোখ থাকতে অন্ধ?
কে বলেছে আপনার স্থাস্থ্য থাকতে ক্ষীর্ণ?
কে বলেছে আপনার থাকতেই হবে:
(দামী বাড়ী, গাড়ী, স্বর্ণালংকার,
নাম-জস-খ্যাতি ও পতিপত্তি,
সে যে এক জমিদারী ভাব-ভঙ্গিমা
এবং
অন্যায় অপথ ও জোর-জুলুমের অতিরিক্ত অর্থ-সম্পদ এর মালিক?
আমি বলি না! থাকতে হবে না অনেক...
আমি শুধু বলতে চাই! থাকতে হবে:
একজন মানুষের, প্রকৃত মানুষ...
এক অদম্য ধীরতা ও আত্ন প্রত্যয়;
তাহলেই মানুষ হতে পারবে!
হতে পারবে শিক্ষিত,
হতে পারবে বড়,
হতে পারবে আত্ন—মর্যাদা—বান
হতে পারবে সার্বিক দিক থেকে বড়!
হতে পারবে সমাজের প্রতিষ্ঠিত..
এক আদর্শ ও বড় মানুষ।
অপবাদের বোঁঝা মাথায় নিয়ে;
নিজেকে বড় বানানোর স্বপ্নে বিভোর করে!
শেষ পরিণতিতে রবে শুধু আক্ষেপ!
দিন যে যাবে, আর মানতে হবে;
বড় যদি হতে চাও; ছোট হও তবে।
কে বলেছে আপনি ছোট?
যোগ্যতার বাহু বলে না হলে বড়
ছোটই হয়ে রয়ে যাবি! চিরকাল।
তারিখ: ০৬/০৭/২০১৮ইং।
কে বলেছে আপনি ছোট?
কে বলেছে আপনার অযোগ্যতা?
কে বলেছে আপনি অপরাধী?
কে বলেছে আপনি গরীব?
কে বলেছে আপনি ধনী?
কে বলেছে আপনার কোন অর্থ নেই?;
কে বলেছে আপনার কোন ঘর নেই?
কে বলেছে আপনি দীনদ্বার?
কে বলেছে আপনার গাড়ী নেই?
কে বলেছে আপনার চোখ থাকতে অন্ধ?
কে বলেছে আপনার স্থাস্থ্য থাকতে ক্ষীর্ণ?
কে বলেছে আপনার থাকতেই হবে:
(দামী বাড়ী, গাড়ী, স্বর্ণালংকার,
নাম-জস-খ্যাতি ও পতিপত্তি,
সে যে এক জমিদারী ভাব-ভঙ্গিমা
এবং
অন্যায় অপথ ও জোর-জুলুমের অতিরিক্ত অর্থ-সম্পদ এর মালিক?
আমি বলি না! থাকতে হবে না অনেক...
আমি শুধু বলতে চাই! থাকতে হবে:
একজন মানুষের, প্রকৃত মানুষ...
এক অদম্য ধীরতা ও আত্ন প্রত্যয়;
তাহলেই মানুষ হতে পারবে!
হতে পারবে শিক্ষিত,
হতে পারবে বড়,
হতে পারবে আত্ন—মর্যাদা—বান
হতে পারবে সার্বিক দিক থেকে বড়!
হতে পারবে সমাজের প্রতিষ্ঠিত..
এক আদর্শ ও বড় মানুষ।
অপবাদের বোঁঝা মাথায় নিয়ে;
নিজেকে বড় বানানোর স্বপ্নে বিভোর করে!
শেষ পরিণতিতে রবে শুধু আক্ষেপ!
দিন যে যাবে, আর মানতে হবে;
বড় যদি হতে চাও; ছোট হও তবে।
কে বলেছে আপনি ছোট?
যোগ্যতার বাহু বলে না হলে বড়
ছোটই হয়ে রয়ে যাবি! চিরকাল।
তারিখ: ০৬/০৭/২০১৮ইং।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।