দৃষ্টি
আমি যে দিকেই দৃষ্টি মেলি
এসে পড়ে আমার সামনে অনেক.....
আমি এগিয়ে যাই আমার
নিজ দৃষ্টি কোণের নেপথ্যে হিমেল;
আমাকে নিজের গতিতে চলতে
সামনে নজর রেখে আপনাময়ের দৃষ্টিতে!
কোন লোকান্তরে; মাঝে মাঝে মনে পড়ে
আমার খোলা আকাশের কথা.....
কখনও চন্দ্র, সূর্য্য,নক্ষত্র, তারা ও গ্রহ মন্ডলির দৃষ্টি।
আমি নেপথ্য পথগামী, আমি সর্বপরি!
আমার দৃষ্টি এদেশের রাজনীতি কোনে
আমার চেতনা এদেশের তরে।
আমার আবেগ তোমাদের মাঝে প্রবেশ করায়ে
মনের সংকোচ দূর করতে।
কালো মুছে ফেল হে বীর আগমনী
আগামী ভবিষ্যৎ.......
আমি রইবো তোমাদের সাথে।।
..........
তারিখ: ১১/১১/১৯৯৬ইং।
লেখার স্থান: বাসা নং—৩৭, রোড # ০৭, ব্লক # সি, মিরপুর—১২, ঢাকা।
এসে পড়ে আমার সামনে অনেক.....
আমি এগিয়ে যাই আমার
নিজ দৃষ্টি কোণের নেপথ্যে হিমেল;
আমাকে নিজের গতিতে চলতে
সামনে নজর রেখে আপনাময়ের দৃষ্টিতে!
কোন লোকান্তরে; মাঝে মাঝে মনে পড়ে
আমার খোলা আকাশের কথা.....
কখনও চন্দ্র, সূর্য্য,নক্ষত্র, তারা ও গ্রহ মন্ডলির দৃষ্টি।
আমি নেপথ্য পথগামী, আমি সর্বপরি!
আমার দৃষ্টি এদেশের রাজনীতি কোনে
আমার চেতনা এদেশের তরে।
আমার আবেগ তোমাদের মাঝে প্রবেশ করায়ে
মনের সংকোচ দূর করতে।
কালো মুছে ফেল হে বীর আগমনী
আগামী ভবিষ্যৎ.......
আমি রইবো তোমাদের সাথে।।
..........
তারিখ: ১১/১১/১৯৯৬ইং।
লেখার স্থান: বাসা নং—৩৭, রোড # ০৭, ব্লক # সি, মিরপুর—১২, ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।