“হতে চাই আমি”
হতে চাই আমি মহৎ
হতে চাই রাষ্ট্র নায়ক;
কখনও সেনা, কখনও যদি.....
হতাম উচ্চ শিক্ষায় শিক্ষিত আমি!
যদি পারতাম আমি আপনাময়ে
সকলের মাঝে বিলায়ে দিয়ে;
আমাকে উজার করে
যদি পারতাম তাদের দু:খটাকে মোচন করতে,
হতে পারতাম আমি মহৎ।
জ্ঞানী, গুনী, রাষ্ট্র নায়ক, সেনানায়ক,
আশার আলো হল বুঝি শেষ,
পারলাম না আর নিজেকে বুঝাতে
সবই আমার হল নিয়তি অপ্রীতম খেলা!
আমি হলাম সর্বময়ী আঁখী জলে ভাসা;
সবই আমার ভুল,
আমি মৃত্যুর দ্বারে, এ কেমন খেলা!
হতে চাই মহৎ, অজান্তে কবি।
......
তারিখ: ০২/০৩/ ১৯৯৬ইং।
লেখার স্থান: ফার্মগেট পাবলিক পার্ক, ঢাকা।
হতে চাই রাষ্ট্র নায়ক;
কখনও সেনা, কখনও যদি.....
হতাম উচ্চ শিক্ষায় শিক্ষিত আমি!
যদি পারতাম আমি আপনাময়ে
সকলের মাঝে বিলায়ে দিয়ে;
আমাকে উজার করে
যদি পারতাম তাদের দু:খটাকে মোচন করতে,
হতে পারতাম আমি মহৎ।
জ্ঞানী, গুনী, রাষ্ট্র নায়ক, সেনানায়ক,
আশার আলো হল বুঝি শেষ,
পারলাম না আর নিজেকে বুঝাতে
সবই আমার হল নিয়তি অপ্রীতম খেলা!
আমি হলাম সর্বময়ী আঁখী জলে ভাসা;
সবই আমার ভুল,
আমি মৃত্যুর দ্বারে, এ কেমন খেলা!
হতে চাই মহৎ, অজান্তে কবি।
......
তারিখ: ০২/০৩/ ১৯৯৬ইং।
লেখার স্থান: ফার্মগেট পাবলিক পার্ক, ঢাকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাকির হোসেন `বিপ্লব' ০৭/০৯/২০২০ধন্যবাদ জানবেন প্রিয় পাঠক, শুভকামনা জানবেন।
-
জাকির হোসেন `বিপ্লব' ০৭/০৯/২০২০প্রিয় কবি, হতে চাওয়াতে যে প্রকাশ ব্যয়ত ঘটেতো অর্জনে কঠোর অধ্যাবসায় বলে সেই যে প্রাণে।।
খুব ভাল লাগলো।।
শুভকামনা রইল,
মোঃ সৈবল, কোমলাপুর, ফরিদপুর।।