জাকির হোসেন `বিপ্লব'
জাকির হোসেন `বিপ্লব'-এর ব্লগ
-
হতে চাই আমি মহৎ
হতে চাই রাষ্ট্র নায়ক;
কখনও সেনা, কখনও যদি.....
হতাম উচ্চ শিক্ষায় শিক্ষিত আমি! [বিস্তারিত] -
আমি যে দিকেই দৃষ্টি মেলি
এসে পড়ে আমার সামনে অনেক.....
আমি এগিয়ে যাই আমার
নিজ দৃষ্টি কোণের নেপথ্যে হিমেল; [বিস্তারিত] -
এ কি জীবন তোমার?
কত যে হাসা-তে-মাতা-য়ে-রেখে ছিলে অনেকেরই!
তোমাতে ভুলা যাবে কি আর?
তোমাকে ভুলায়ে পেয়েছে যারা বিনোদন; [বিস্তারিত] -
কে বলেছে আপনি বড়?
কে বলেছে আপনি ছোট?
কে বলেছে আপনার অযোগ্যতা?
কে বলেছে আপনি অপরাধী? [বিস্তারিত] -
একজন সুবিবেচক বিচারকে ওরা ঘৃণা করে
কর্মস্থলে শিক্ষিত কর্মচারী!
কি অপরাধ ছিল বিচারকের?
যে কর্মস্থল দিয়েছে সকলকে [বিস্তারিত] -
পিতা—মাতাই একমাত্র অবতার
শিশুদের দিতে হাতে খড়ি আদর্শ শিক্ষার,
যদি থাকে শিক্ষিত জন;
বয়সে তারাই হবে তাদেরই গুরুজন! [বিস্তারিত] -
এ যে এক আশার আলো;
দিগ—দিগন্তে ছুটে চলার ন্যায়!
মন যে চায় দূর—অ—জানার কোথাও ঘুরতে;
কোন লুকান্তরের জানার প্রত্যাশায়। [বিস্তারিত] -
মানব জীবনে সততাই বল;
আর সেই সততাই যে মানব মনে
বহমান সত্য ও নিষ্ঠার এক অনুপ্রেরণা।
সে মানুষ হবে মহা—মানব, [বিস্তারিত]