একুশ তুমি
একুশ তুমি,
স্বর্ণাক্ষরে লেখা একটি ইতিহাস
লাখো জনতার মাঝে লাল প্লেকার্ড।
একুশ তুমি,
জ্বলজ্বলে এক উজ্জ্বল তারিখ
শত দেশপ্রেমির রক্তাক্ত সংগ্রাম।
একুশ তুমি,
বাংলার চেতনার দীপ্ত ফসল
মায়ের ক্রোড়ে শিশুর বলার অভিলাষ।
একুশ তুমি,
'মাতৃভাষা বাংলা চাই' শ্লোগানে সমুদ্র জনতা
রক্তচক্ষু উপেক্ষা করা দামাল ছেলে।
একুশ তুমি,
সালাম, বরকত, রফিক, শফিকের দুর্বার মিছিল
হায়েনার ছোড়া একঝাক তাজা বুলেট।
একুশ তুমি,
বিপ্লবী দামাল ছেলের শোনিত ধারা
জমাট বাধা রক্তে রঞ্জিত পিচঢালা পথ।
একুশ তুমি,
সন্তান হারা মায়ের হাহাকার
পিতার চোখে বহমান অগ্নি শিখা।
একুশ তুমি,
খুকুর পায়ে রিনিঝিনি ঝংকার
কিশোরীর কুটিকুটি হাস্যজ্বল ওষ্ঠ।
একুশ তুমি,
সাহসী যুবকের হাতে লাল পতাকা
বাঙালীর কথা বলার স্বাধীনতা।
একুশ তুমি,
এক নতুন ফুটন্ত গোলাপ
সোনালি ভোরের আশায় দুর্বার রণক্ষেত্র।
একুশ তুমি,
মায়ের চোখে আগ্নেয়গিরি রক্তজল
মানব সত্ত্বার জাগরনে রক্তের বান।
একুশ তুমি,
দূর্বাঘাসে শিশির সিক্ত জল
গলা ছেড়ে গাওয়ার অভিলাষ।
একুশ তুমি,
পল্লীর আঁকাবাকা মেঠো পথে
রাখালি বাঁশির বিরহী সুর।
একুশ তুমি,
বসন্তের আগমনী বার্তা
কোকিলের কুহুতানে শান্তির প্রায়সঃ।
একুশ তুমি,
বাংলায় রচিত একখানা কবিতা
একটি প্রাণবন্ত সমর সংগীত।
একুশ তুমি,
গ্রীষ্মের দাবাদহ খরতাপ
প্রজ্বলিত এক প্রতিবাদী কন্ঠ।
একুশ তুমি,
বিদ্রোহী বজ্র হুংকার
বাহাদুর সংগ্রামী জনতা।
একুশ তুমি,
সুন্দরি বধূর কলসি নিয়ে চলা
যুবতির এলায়িত রেশমি চুল।
একুশ তুমি,
ভাইয়ের জন্য পথ চেয়ে থাকা
মমতা মাখা বোনের করুন চাহনি।
একুশ তুমি,
বহমান স্রোতস্বিনী নদী
সাঁতার কাটা উল্লসিত কিশোর।
একুশ তুমি,
পাঠ্য পুস্তক হাতে আগ্রহী ছাত্র
সরু মেঠো পথে বাউলের সুর।
একুশ তুমি,
অকুতোভয় বীর
মুষ্টিতে স্ট্রেনগানের ট্রিগার।
একুশ তুমি,
হঠাৎ এক পশলা বৃষ্টির রিমঝিম শব্দ
রণসংগীত গাওয়া পাহাড়ি যুবক।
একুশ তুমি,
কাজী নজরুলের চলচল রণসংগীত
হুংকারে মাতা যুবকের রক্ত গাঢ় চোখ।
একুশ তুমি,
বাঙালীর চেতনা, বাঁচার স্বপ্ন সুখের আশা
অ আ ক খ রবে মুখরিত তুমি আমার বাংলা ভাষা।
স্বর্ণাক্ষরে লেখা একটি ইতিহাস
লাখো জনতার মাঝে লাল প্লেকার্ড।
একুশ তুমি,
জ্বলজ্বলে এক উজ্জ্বল তারিখ
শত দেশপ্রেমির রক্তাক্ত সংগ্রাম।
একুশ তুমি,
বাংলার চেতনার দীপ্ত ফসল
মায়ের ক্রোড়ে শিশুর বলার অভিলাষ।
একুশ তুমি,
'মাতৃভাষা বাংলা চাই' শ্লোগানে সমুদ্র জনতা
রক্তচক্ষু উপেক্ষা করা দামাল ছেলে।
একুশ তুমি,
সালাম, বরকত, রফিক, শফিকের দুর্বার মিছিল
হায়েনার ছোড়া একঝাক তাজা বুলেট।
একুশ তুমি,
বিপ্লবী দামাল ছেলের শোনিত ধারা
জমাট বাধা রক্তে রঞ্জিত পিচঢালা পথ।
একুশ তুমি,
সন্তান হারা মায়ের হাহাকার
পিতার চোখে বহমান অগ্নি শিখা।
একুশ তুমি,
খুকুর পায়ে রিনিঝিনি ঝংকার
কিশোরীর কুটিকুটি হাস্যজ্বল ওষ্ঠ।
একুশ তুমি,
সাহসী যুবকের হাতে লাল পতাকা
বাঙালীর কথা বলার স্বাধীনতা।
একুশ তুমি,
এক নতুন ফুটন্ত গোলাপ
সোনালি ভোরের আশায় দুর্বার রণক্ষেত্র।
একুশ তুমি,
মায়ের চোখে আগ্নেয়গিরি রক্তজল
মানব সত্ত্বার জাগরনে রক্তের বান।
একুশ তুমি,
দূর্বাঘাসে শিশির সিক্ত জল
গলা ছেড়ে গাওয়ার অভিলাষ।
একুশ তুমি,
পল্লীর আঁকাবাকা মেঠো পথে
রাখালি বাঁশির বিরহী সুর।
একুশ তুমি,
বসন্তের আগমনী বার্তা
কোকিলের কুহুতানে শান্তির প্রায়সঃ।
একুশ তুমি,
বাংলায় রচিত একখানা কবিতা
একটি প্রাণবন্ত সমর সংগীত।
একুশ তুমি,
গ্রীষ্মের দাবাদহ খরতাপ
প্রজ্বলিত এক প্রতিবাদী কন্ঠ।
একুশ তুমি,
বিদ্রোহী বজ্র হুংকার
বাহাদুর সংগ্রামী জনতা।
একুশ তুমি,
সুন্দরি বধূর কলসি নিয়ে চলা
যুবতির এলায়িত রেশমি চুল।
একুশ তুমি,
ভাইয়ের জন্য পথ চেয়ে থাকা
মমতা মাখা বোনের করুন চাহনি।
একুশ তুমি,
বহমান স্রোতস্বিনী নদী
সাঁতার কাটা উল্লসিত কিশোর।
একুশ তুমি,
পাঠ্য পুস্তক হাতে আগ্রহী ছাত্র
সরু মেঠো পথে বাউলের সুর।
একুশ তুমি,
অকুতোভয় বীর
মুষ্টিতে স্ট্রেনগানের ট্রিগার।
একুশ তুমি,
হঠাৎ এক পশলা বৃষ্টির রিমঝিম শব্দ
রণসংগীত গাওয়া পাহাড়ি যুবক।
একুশ তুমি,
কাজী নজরুলের চলচল রণসংগীত
হুংকারে মাতা যুবকের রক্ত গাঢ় চোখ।
একুশ তুমি,
বাঙালীর চেতনা, বাঁচার স্বপ্ন সুখের আশা
অ আ ক খ রবে মুখরিত তুমি আমার বাংলা ভাষা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিরুল মিলন ০৬/১১/২০১৯আইডিয়া সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/১১/২০১৯হ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/১১/২০১৯একুশ আমাদের।
-
পি পি আলী আকবর ০৩/১১/২০১৯ভালো