আজব ঘটনা
শুনছো ভায়া! শুনে এলাম
আজব এক ঘটনা
মিথ্যা নয় সত্য সব'ই
নয় কোন রটনা।
ঐ গাঁয়ে এক বদ্যি বুড়ি
করে বসবাস
এতকাল সে বেঁচে নাকি
খেয়ে শুধু ঘাস।
বয়স তার একশ ত্রিশ
দাঁত আছে সব মুখে
এখনো নাকি রঙিন চশমা
পরে বুড়ি চোখে।
নানান সাজে মেকাপ করে
পরে রঙিন শাড়ি
উচু জুতা পায়ে বুড়ি
চলে নাতির বাড়ি।
মাথায় তার উদাম চুল
পাক ধরেনি তাতে
ঠোটে দেয় কড়া লিপস্টিক
রঙিন চুড়ি হাতে।
এমন কথা শুনেছো কি?
দেখেছো কি চোখে?
আজকে চলো সবাই মিলে
তাকে আসি দেখে।
আজব এক ঘটনা
মিথ্যা নয় সত্য সব'ই
নয় কোন রটনা।
ঐ গাঁয়ে এক বদ্যি বুড়ি
করে বসবাস
এতকাল সে বেঁচে নাকি
খেয়ে শুধু ঘাস।
বয়স তার একশ ত্রিশ
দাঁত আছে সব মুখে
এখনো নাকি রঙিন চশমা
পরে বুড়ি চোখে।
নানান সাজে মেকাপ করে
পরে রঙিন শাড়ি
উচু জুতা পায়ে বুড়ি
চলে নাতির বাড়ি।
মাথায় তার উদাম চুল
পাক ধরেনি তাতে
ঠোটে দেয় কড়া লিপস্টিক
রঙিন চুড়ি হাতে।
এমন কথা শুনেছো কি?
দেখেছো কি চোখে?
আজকে চলো সবাই মিলে
তাকে আসি দেখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিরুল মিলন ৩০/১০/২০১৯কি
-
এইচ আর মুন্না ২৮/১০/২০১৯অনেক অনেক মজাদার।
হা হা হা -
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/১০/২০১৯আজব
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১০/২০১৯ভালো।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৪/১০/২০১৯সুন্দর উপস্থাপন