মা আমি তোমার আবরার
মা চেয়ে দেখো আমি তোমার আবরার
শেষ দেখা দেখে নাও আমি ফিরবোনা আর।
আমি আর যে নেই মা তোমার
আমিতো আজ হয়েছি দেশের সবার।
তুমি বলেছিলে মানুষের মত মানুষ হবি
আমিতো চেয়েছিলাম মা
কিন্তু ওরাতো ক্ষমতা লোভী।
আমাকে ওরা শকুনির মত ঠুকরে ঠুকরে ছিঁড়েছে
টর্চার সেলে নিয়ে স্ট্যাম্প, লাঠি দিয়ে মেরেছে।
আমিতো মা দেশের বিপক্ষে যায়নি
নিয়েছি আরো পক্ষ
তাহলে আমাকে কেন মেরেছে মা
ভেঙে দিলো মোর বক্ষ।
এভাবে কি বাংলা কখনো সোনার বাংলা হবে
বাঙালি কি কখনো বুঝবেনা অন্যায়
বোধোদয় হবে কবে?
আমারই মত কত বুয়েটিয়ান এভাবে যাবে ঝরে
দেশের মানুষ আছে কি বেঁচে
আসলে সবাই মরে।
আমি মা আর আসবো না ফিরে
এই নশ্বর ধরনীতে
বাবাকে বলো পৃথিবী এমনই
সবই হয় মেনে নিতে।
আমিতো আর পারবোনা বলতে
হাসিনা আপুর সাথে
তোমরা বলো তারে
এই হত্যার যোগ্য শাস্তি দিতে।
শেষ দেখা দেখে নাও আমি ফিরবোনা আর।
আমি আর যে নেই মা তোমার
আমিতো আজ হয়েছি দেশের সবার।
তুমি বলেছিলে মানুষের মত মানুষ হবি
আমিতো চেয়েছিলাম মা
কিন্তু ওরাতো ক্ষমতা লোভী।
আমাকে ওরা শকুনির মত ঠুকরে ঠুকরে ছিঁড়েছে
টর্চার সেলে নিয়ে স্ট্যাম্প, লাঠি দিয়ে মেরেছে।
আমিতো মা দেশের বিপক্ষে যায়নি
নিয়েছি আরো পক্ষ
তাহলে আমাকে কেন মেরেছে মা
ভেঙে দিলো মোর বক্ষ।
এভাবে কি বাংলা কখনো সোনার বাংলা হবে
বাঙালি কি কখনো বুঝবেনা অন্যায়
বোধোদয় হবে কবে?
আমারই মত কত বুয়েটিয়ান এভাবে যাবে ঝরে
দেশের মানুষ আছে কি বেঁচে
আসলে সবাই মরে।
আমি মা আর আসবো না ফিরে
এই নশ্বর ধরনীতে
বাবাকে বলো পৃথিবী এমনই
সবই হয় মেনে নিতে।
আমিতো আর পারবোনা বলতে
হাসিনা আপুর সাথে
তোমরা বলো তারে
এই হত্যার যোগ্য শাস্তি দিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইবনে মিজান ১৩/১০/২০১৯মমস্পর্শী