জ্ঞান অজ্ঞাত
কি শিখিলাম, কি বুঝিলাম
এই ধরাতে এসে?
না ভাবিয়া না বুঝিয়া
থাকিলাম শুধু বসে।
চলিলাম না, নড়িলাম না
শিখিলাম না কিছু
কি করিবো এই ভাবিয়া
চলিলাম কার পিছু।
খাইলাম আর ঘুরিলাম
বুঝিলাম না মানে
কাটাইলাম দিন না গুনিয়া
শুধু হাসি আর গানে।
ভাবিনায় কভূ কি আমি
কি দায়িত্ব আমার?
সবই কি ফেলেছি শিখে
নেই কি আর জানার?
এই ধরাতে এসে?
না ভাবিয়া না বুঝিয়া
থাকিলাম শুধু বসে।
চলিলাম না, নড়িলাম না
শিখিলাম না কিছু
কি করিবো এই ভাবিয়া
চলিলাম কার পিছু।
খাইলাম আর ঘুরিলাম
বুঝিলাম না মানে
কাটাইলাম দিন না গুনিয়া
শুধু হাসি আর গানে।
ভাবিনায় কভূ কি আমি
কি দায়িত্ব আমার?
সবই কি ফেলেছি শিখে
নেই কি আর জানার?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/১০/২০১৯ভালো লাগলো
-
ইবনে মনির হোসেন ২৯/০৯/২০১৯শিখিলাম, বুঝিলাম , থাকিলাম
-
শ.ম. শহীদ ২৯/০৯/২০১৯আত্মোপলব্ধির অসাধারণ প্রকাশ!
শিক্ষনীয় কাব্য।
সাধুবাদ জানাই কবিকে!! -
অবিরুদ্ধ মাহমুদ ২৯/০৯/২০১৯বেশ ভাল লাগল। ছড়ায় ছন্দে অসাধারণ ভাবনা। শুভেচ্ছা রইল..
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৯/২০১৯ভাবনা সুন্দর।