ঈদে পছন্দের ঝামেলা
ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি,
যে যত পায়
তার চাই আরো বেশি।
খোকা নিবে এটা
তো খুকু চাই ওটা
এই নিয়ে শেষমেশ
বাধে ঝামেলাটা।
স্বামীর পাঞ্জাবী চাই
বউয়ের চাই শাড়ি,
কে আগে কোনটা নিবে
করে কাড়াকাড়ি।
বাচ্চার পছন্দ লাল
মায়ের কালো পছন্দ,
এই নিয়ে বাচ্চা-মায়ের
বেধে গেল দ্বন্দ্ব।
মায়ের পছন্দ মত
বাচ্চা নিলো কালো
মনে মনে সান্তনা দিয়ে বলে
মায়ের পছন্দই ভালো।
ঈদের বাজারে তাই
সব মেনে নিতে হয়,
পেলে হয় সবাই খুশি
না পেলে করে হায়! হায়!
ঈদ মানে খুশি,
যে যত পায়
তার চাই আরো বেশি।
খোকা নিবে এটা
তো খুকু চাই ওটা
এই নিয়ে শেষমেশ
বাধে ঝামেলাটা।
স্বামীর পাঞ্জাবী চাই
বউয়ের চাই শাড়ি,
কে আগে কোনটা নিবে
করে কাড়াকাড়ি।
বাচ্চার পছন্দ লাল
মায়ের কালো পছন্দ,
এই নিয়ে বাচ্চা-মায়ের
বেধে গেল দ্বন্দ্ব।
মায়ের পছন্দ মত
বাচ্চা নিলো কালো
মনে মনে সান্তনা দিয়ে বলে
মায়ের পছন্দই ভালো।
ঈদের বাজারে তাই
সব মেনে নিতে হয়,
পেলে হয় সবাই খুশি
না পেলে করে হায়! হায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/১০/২০১৯ভালো
-
নাদেরা ফারনাছ শিমূল ১৬/০৯/২০১৯কথাগুলো সত্য।
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৯/২০১৯ভালো।