অসহ্য
পুড়ছে গাড়ি, নারীর শরীর
জ্বলছে আগুন পথে
মরছে যুবক, বৃদ্ধ, শিশু
সেই আগুনের সাথে।
চলছে লড়াই টিকে থাকার
ধ্বংস করে দেশ
সীমান্তে তাই শত্রু সেনা
লুটছে মজা বেশ।
দেশ রক্ষার নংপুশক আজ
অভ্যন্তরীন রাজা
কে দেখাবা তাদের ভুল
সব কিছুতে সাজা।
বিচার ছাড়াই মরছে পথে
ক্রসফায়ারের নামে
মনে রেখো, মুক্তিকামী জনতা কভু
ভয়ে তে না থামে।।
জ্বলছে আগুন পথে
মরছে যুবক, বৃদ্ধ, শিশু
সেই আগুনের সাথে।
চলছে লড়াই টিকে থাকার
ধ্বংস করে দেশ
সীমান্তে তাই শত্রু সেনা
লুটছে মজা বেশ।
দেশ রক্ষার নংপুশক আজ
অভ্যন্তরীন রাজা
কে দেখাবা তাদের ভুল
সব কিছুতে সাজা।
বিচার ছাড়াই মরছে পথে
ক্রসফায়ারের নামে
মনে রেখো, মুক্তিকামী জনতা কভু
ভয়ে তে না থামে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ১০/০২/২০১৫আগুন জ্বলছে ঘরে বাইরে
-
ফিরোজ মানিক ০৭/০২/২০১৫বাস্তব তো এটাই দেশ ধ্বংশ হয় হোক, তবুও ক্ষমতা চাই! সুন্দর লেখার জন্য ধন্যবাদ কবি।
-
স্বপন রোজারিও(১) ০৭/০২/২০১৫বর্তমান প্রক্ষাপটে কবিতাটি বাস্তবসম্মত
-
জাহিদুর রহমান ০৭/০২/২০১৫Tnx sobai ka
-
সবুজ আহমেদ কক্স ০৭/০২/২০১৫darun sonder lekha @@@@@@@
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/০২/২০১৫সুপার লাইক দিলাম। অনেক ভালো হয়েছে।