তৃপ্তির ঢেকুর
সময়ের ডানা ঝাপটানোর সাথে সাথে
ক্রমশ ছোট থেকে ছোট তর হয়ে আসছে পৃথিবী।
অনন্ত জীবনের আশ্বাসে,
মৃত্যু দিকে পদযাত্রা।
নিয়ম শৃঙ্খলের প্রতিশ্রুতি
বিসর্জিত হয় এক ছটাক মোহের কাছে
মরিচিকা পাবার নেশায় বিলুপ্ত হয় সকল ন্যায়-নীতি।
ক্ষমতার দম্ভে চলতে থাকে
ছোট পৃথিবীকে বড় করার লড়াই।
সাধারণ মানুষ গুলোর ঝলসানো পৃথিবী দেখে
তৃপ্তির ঢেকুর তোলে তাসের দেশের অধিপতি।
একদিন ফুরিয়ে যাবে সবাই
নিঃশেষ হবে পৃথিবীর অক্সিজেন
সব কিছু রেখে ফিরতে হবে আমাদের অনন্ত কালের বাড়িতে
কর্মের উপার্জনে কিনতে হবে আপন ঠিকানা।
হিসাব হবে ঝলসে যাওয়া আর ঝলসানোর
তৃপ্তির ঢেকুর তুলবে অতৃপ্ত কারাগারের বাসিন্দা।
বিশ্বাস অবিশ্বাসের দেয়াল ভেঙে
পারবো দিতে কি
আমাদের মনের তৃপ্তির ঢেকুরের হিসাব?
ক্রমশ ছোট থেকে ছোট তর হয়ে আসছে পৃথিবী।
অনন্ত জীবনের আশ্বাসে,
মৃত্যু দিকে পদযাত্রা।
নিয়ম শৃঙ্খলের প্রতিশ্রুতি
বিসর্জিত হয় এক ছটাক মোহের কাছে
মরিচিকা পাবার নেশায় বিলুপ্ত হয় সকল ন্যায়-নীতি।
ক্ষমতার দম্ভে চলতে থাকে
ছোট পৃথিবীকে বড় করার লড়াই।
সাধারণ মানুষ গুলোর ঝলসানো পৃথিবী দেখে
তৃপ্তির ঢেকুর তোলে তাসের দেশের অধিপতি।
একদিন ফুরিয়ে যাবে সবাই
নিঃশেষ হবে পৃথিবীর অক্সিজেন
সব কিছু রেখে ফিরতে হবে আমাদের অনন্ত কালের বাড়িতে
কর্মের উপার্জনে কিনতে হবে আপন ঠিকানা।
হিসাব হবে ঝলসে যাওয়া আর ঝলসানোর
তৃপ্তির ঢেকুর তুলবে অতৃপ্ত কারাগারের বাসিন্দা।
বিশ্বাস অবিশ্বাসের দেয়াল ভেঙে
পারবো দিতে কি
আমাদের মনের তৃপ্তির ঢেকুরের হিসাব?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ০৬/০২/২০১৫
-
নিহাল নাফিস ০৬/০২/২০১৫ভাল বলেছেন
-
ফিরোজ মানিক ০৫/০২/২০১৫অসাধারণ কাব্যগাঁথা, পড়ে মুগ্ধ হলাম। শুভেচ্ছা রইল কবি।
-
সুলতান মাহমুদ ০৫/০২/২০১৫well.
-
সবুজ আহমেদ কক্স ০৫/০২/২০১৫ভালো লাগলো ..................।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৫/০২/২০১৫অনেক সুন্দর লেখা। আসরে প্রথম। আপনাকে স্বাগতম। শুভেচ্ছা রইলো চালিয়ে যান।
মুগ্ধতা রেখে গেলাম ।