যুগবন্দনা
আজকের যুগটা সুন্দর
কিন্তু মানুষগুলো ভাল নয়
কারও মাঝে নেই সমবেদনা
জীবনটা জ্বালাময়।
শান্তি!আছে একটি পথে-
যা নয়ত কারও অচেনা
যে পথে আছে সাম্যের বানী
তা নয়ত কারও অজানা।
তবু! মানুষ না বুঝে
ছেড়ে দিয়ে সে পথ,
জানে না,যাচ্ছে সে কোথায়?
চালিয়ে তার মনোরথ।
আজকের আকাশে তারা
ততটা দেখা যায় না,
মিথ্যা কথা,দেখা যায় আমরাই দেখি না।
ইতিহাসের পাতায় কত উজ্জল তারকা
জ্বলছে মিটমিট করে
তাদের মাঝে আলো আছে,
নিয়ে নাও তোমরা সর্বাঙ্গ ভরে।
কালো কাগজের মাঝে
কালো দাগ দেখা যায় না
কাল হৃদয়েতে কাল কিছু বুঝা যায় না।
আজকের যুগটা সুন্দর
মানুষ গুলো হতে হবে ভাল;
ধুয়ে মুছে পরিষ্কার করে
মনের সব কালো।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১১ এপ্রিল, ২০০৮ ঈসায়ী।
কিন্তু মানুষগুলো ভাল নয়
কারও মাঝে নেই সমবেদনা
জীবনটা জ্বালাময়।
শান্তি!আছে একটি পথে-
যা নয়ত কারও অচেনা
যে পথে আছে সাম্যের বানী
তা নয়ত কারও অজানা।
তবু! মানুষ না বুঝে
ছেড়ে দিয়ে সে পথ,
জানে না,যাচ্ছে সে কোথায়?
চালিয়ে তার মনোরথ।
আজকের আকাশে তারা
ততটা দেখা যায় না,
মিথ্যা কথা,দেখা যায় আমরাই দেখি না।
ইতিহাসের পাতায় কত উজ্জল তারকা
জ্বলছে মিটমিট করে
তাদের মাঝে আলো আছে,
নিয়ে নাও তোমরা সর্বাঙ্গ ভরে।
কালো কাগজের মাঝে
কালো দাগ দেখা যায় না
কাল হৃদয়েতে কাল কিছু বুঝা যায় না।
আজকের যুগটা সুন্দর
মানুষ গুলো হতে হবে ভাল;
ধুয়ে মুছে পরিষ্কার করে
মনের সব কালো।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১১ এপ্রিল, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ২৩/০৯/২০১৪কবিতার প্রতিটা লাইন ই সত্য ।। অনেক ভাল লাগলো ।
-
ডাঃ প্রবীর আচার্য নয়ন ০১/০৯/২০১৪আসলে সময় ঠিকই আছে আমরা বদলে গেছি।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০১/০৯/২০১৪ভাল লাগল বেশ লিখেছেন।