ভাল মন্দ
কে ভাল, কালো না ধলো
উত্তরটা সহজ নয়
কে ভাল আর কে মন্দ
ব্যাবহারেই পরিচয় হয়।
ধলো হলেই ভাল হবে
একথা কে’বা কবে
একটা কথা শোন সবে
কাল মনের ধলোও যে
লাঞ্চিত হয়েই যাবে।
কালো হয়েও ভাল হওয়া
নয় কোন অবাস্তব বিষয়
সুন্দর মনের কালো লোককে
ভাল যে সবাই কয়।
বইয়ের অক্ষর সবই কালো
ভাষাটা যে খুবই ভালো
সবার মাঝে ছড়িয়ে দেয়
জীবন চলার সঠিক আলো।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০১ মে, ২০০৮ ঈসায়ী।
উত্তরটা সহজ নয়
কে ভাল আর কে মন্দ
ব্যাবহারেই পরিচয় হয়।
ধলো হলেই ভাল হবে
একথা কে’বা কবে
একটা কথা শোন সবে
কাল মনের ধলোও যে
লাঞ্চিত হয়েই যাবে।
কালো হয়েও ভাল হওয়া
নয় কোন অবাস্তব বিষয়
সুন্দর মনের কালো লোককে
ভাল যে সবাই কয়।
বইয়ের অক্ষর সবই কালো
ভাষাটা যে খুবই ভালো
সবার মাঝে ছড়িয়ে দেয়
জীবন চলার সঠিক আলো।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০১ মে, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জমাতুল ইসলাম পরাগ ১৯/০৯/২০১৪
-
মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান ১৮/০৯/২০১৪বেশ ভালো
-
ফাহমিদা ফাম্মী ১১/০৯/২০১৪ভাল লাগলো ...
-
মোঃ সোহেল মাহমুদ ১০/০৯/২০১৪দারুন লাগলো। কবিতাটিতে সত্যের সৌন্দর্য ফুটে ওঠেছে। শুভেচ্ছা রইলো.. আমার পাতায় আমন্ত্রণ।
-
নূরুল ইসলাম সাইফুল ১০/০৯/২০১৪কালো ধলো বেশ ভালো,
কে নিবে বইয়ের প্রকৃত আলো?
ভালো লাগলো কবি। ভালো থাকুন। -
বিজয় রায় ১০/০৯/২০১৪জাহিদুল ভাইয়া কালো ধলো বেশ লাগল
-
পিয়ালী দত্ত ০৯/০৯/২০১৪ভাল লাগল
-
স্বপন রোজারিও(১) ০৯/০৯/২০১৪কালো সব সময় মন্দ নয়
ধলো সব সময় ভাল নয়। -
অ ০৯/০৯/২০১৪কালো যদি মন্দ হবেগো
কেশ পাকিলে কান্দ কেন? -
মনিরুজ্জামান শুভ্র ০৯/০৯/২০১৪ভাল হয়েছে ।
-
মঞ্জুর হোসেন মৃদুল ০৯/০৯/২০১৪বাহ বেশ সুন্দর ভাবনা।
ব্যবহারে হোক পরিচয়।