ভাইকে নিয়ে দু-চরণ
ভাইয়া কী যে মধুর ডাক
কী যে মধুর সুর
জীবনটা হবে সুন্দর
যদি একে অপরের পাশে
থাকে জীবন ভর।
নশ্বর এ পৃথিবীতে সবাই সবার
ভাইয়ে ভাইয়ের
একে অপরের।
*** *** *** *** ***
হে মানুষ ভালবাস ভাইকে
ভালবাস নিজ বোনকে
যাদের সাহায্য, যাদের সহযোগিতায়
গড়বে তুমি জীবনকে।
ভাল করে বুঝাও মনকে
তারাই আমার সবচেয়ে আপন
দুঃখ দিবনা তাদেরকে।
কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
১১ মে, ২০০৮ ঈসায়ী।
কী যে মধুর সুর
জীবনটা হবে সুন্দর
যদি একে অপরের পাশে
থাকে জীবন ভর।
নশ্বর এ পৃথিবীতে সবাই সবার
ভাইয়ে ভাইয়ের
একে অপরের।
*** *** *** *** ***
হে মানুষ ভালবাস ভাইকে
ভালবাস নিজ বোনকে
যাদের সাহায্য, যাদের সহযোগিতায়
গড়বে তুমি জীবনকে।
ভাল করে বুঝাও মনকে
তারাই আমার সবচেয়ে আপন
দুঃখ দিবনা তাদেরকে।
কালিঞ্জিপাড়া, মুন্সিগঞ্জ।
১১ মে, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪ভাই আর বোনের সম্পর্কটা আসলেই তুলনা হীন। ভাই বোনের প্রতি আপনার লেখা সত্যি ভালো লাগলো।
-
রুমা চৌধুরী ১৮/০৯/২০১৪ভাই বোনের মধুর সম্পর্ক নিয়ে কবিতা খুব ভাল লাগল।
শুভেচ্ছা রইল। -
আবু সাহেদ সরকার ১৮/০৯/২০১৪দারুন লাগলো পড়ে।
-
মনিরুজ্জামান শুভ্র ১৭/০৯/২০১৪ভাল লাগলো , আসলেই ভাই বোনের মত আপন কেউ নাই ।