তোমার শিষ্য
আকাশটা কালো হয়ে
বাতাসটা গেল হঠাৎ থেমে,
ভুবনবিদারী গর্জন করে
কালবৈশাখী আসল বুঝি নেমে।
আকাশে বাতাসে বজ্রধ্বনি
পৃথিবীতে হচ্ছে মহা তাণ্ডব
দমকা দমকা হাওয়ায়
ভেঙ্গে চুড়ে যাচ্ছে যে সব।
সে প্রলয়ের মাঝে যদি
শুনতে পাই এক ক্ষীণধ্বনি,
বুঝতে যদি পারি তখন
গুরু ডাকছ আমায় তুমি;
লৌহ দানব, মুক্ত মানবের মত
ছুটে আসব শুধুই আমি।
কতটুকু কাছের, কতটুকু আপন
কতখানি প্রিয় আমার তুমি,
শত কালবৈশাখী সইতে পারব বুকে
শুধু তোমার জন্য আমি।
মহা তাণ্ডবের মাঝে দাঁড়িয়ে আমি
দেখতে পারব শত ভয়ানক দৃশ্য,
তবুও মনের মাঝে ভাবব নীরবে
আমি যে শুধুই তোমার শিষ্য।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৩ সেপ্তেম্বর, ২০১০ ঈসায়ী।
বাতাসটা গেল হঠাৎ থেমে,
ভুবনবিদারী গর্জন করে
কালবৈশাখী আসল বুঝি নেমে।
আকাশে বাতাসে বজ্রধ্বনি
পৃথিবীতে হচ্ছে মহা তাণ্ডব
দমকা দমকা হাওয়ায়
ভেঙ্গে চুড়ে যাচ্ছে যে সব।
সে প্রলয়ের মাঝে যদি
শুনতে পাই এক ক্ষীণধ্বনি,
বুঝতে যদি পারি তখন
গুরু ডাকছ আমায় তুমি;
লৌহ দানব, মুক্ত মানবের মত
ছুটে আসব শুধুই আমি।
কতটুকু কাছের, কতটুকু আপন
কতখানি প্রিয় আমার তুমি,
শত কালবৈশাখী সইতে পারব বুকে
শুধু তোমার জন্য আমি।
মহা তাণ্ডবের মাঝে দাঁড়িয়ে আমি
দেখতে পারব শত ভয়ানক দৃশ্য,
তবুও মনের মাঝে ভাবব নীরবে
আমি যে শুধুই তোমার শিষ্য।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৩ সেপ্তেম্বর, ২০১০ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২০/০৩/২০২০দারুণ লেখা ,বেশ
-
শাহীন রহমান (রুদ্র) ২০/০৩/২০২০খুব সুন্দর লাগল।শুভকামনা
-
মনিরুজ্জামান শুভ্র ২০/০৩/২০২০ভাল লিখেছেন। শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন।