স্বপ্ন-আশা
সব মানুষের মনের মাঝে
থাকে কত আশা,
মনের নিঝুম কক্ষটাতে
ছোট্ট একটা ভাষা-
যার কারণে সকল সুখ
আমার কান্না হাসা।
সে যে হল ও মা তোমার
অনন্ত ভালবাসা।
শান্তি ঘেরা কোলে তোমার
এ ধরণীতে আসা,
তোমার স্নেহ ভালবাসায়
হৃদয় আমার ঠাসা।
আজ তুমি আমার দিশারী
আমার স্বপ্ন আশা।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১০ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী।
থাকে কত আশা,
মনের নিঝুম কক্ষটাতে
ছোট্ট একটা ভাষা-
যার কারণে সকল সুখ
আমার কান্না হাসা।
সে যে হল ও মা তোমার
অনন্ত ভালবাসা।
শান্তি ঘেরা কোলে তোমার
এ ধরণীতে আসা,
তোমার স্নেহ ভালবাসায়
হৃদয় আমার ঠাসা।
আজ তুমি আমার দিশারী
আমার স্বপ্ন আশা।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১০ জানুয়ারি, ২০০৯ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আবিদ আল আহসান ০৮/১২/২০১৪
-
কৌশিক আজাদ প্রণয় ০৮/১২/২০১৪মাকে নিয়ে লেখা অনন্য একটি কবিতা। কবিতার বোধের পাশাপাশি ভালো লেগেছে "সা, শা ও ষা" এর অসাধারণ অনুপ্রাস। ভালো থাকুন কবি।
-
অ ০৭/১২/২০১৪বেশ ভালো ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/১২/২০১৪মায়ের আদর ভালোবাসা টাকে খুব মিস করি। মা কবে আসবো বাড়ি........................
-
অনিরুদ্ধ বুলবুল ০৬/১২/২০১৪মায়ের ভালবাসা ও প্রেরণাকে ছন্দায়িত করে দারুণ কবিতা উপহার পেলাম। কবিকে অভিনন্দন।
-
রেনেসাঁ সাহা ০৬/১২/২০১৪মিষ্টি কবিতা। মাকে নিয়ে যে স্বপ্ন আশা, তা সুন্দরভাবে ছন্দে ছন্দে বর্ণিত হয়েছে।
সুন্দর কবিতা.