স্বার্থপর
মুখে আছে বড় জোর
বলে বড় কথা,
হাতে তো নেই শক্তি
করে দেখাবে তা।
তবে কেন মানুষ বলে এমন
নিজের স্বার্থ রক্ষার্থে,
কেন মানুষ বুঝে না অন্যকে
বিলায় না নিজেকে পরার্থে।
সে সব লোকেরা চায় নিজের সুখ
দেখে না তারা পরের দুঃখ,
শুনবে না তারা তোমার কথা
যতই ভাঙুক তোমার বুক।
তারা হাসে মুনাফা পেলে
হাসে পরকে দুঃখে ফেলে,
তারা চিরবে তোমার বুক
মুখে মিষ্টি কথা বলে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৬ জুন, ২০০৮ ঈসায়ী।
বলে বড় কথা,
হাতে তো নেই শক্তি
করে দেখাবে তা।
তবে কেন মানুষ বলে এমন
নিজের স্বার্থ রক্ষার্থে,
কেন মানুষ বুঝে না অন্যকে
বিলায় না নিজেকে পরার্থে।
সে সব লোকেরা চায় নিজের সুখ
দেখে না তারা পরের দুঃখ,
শুনবে না তারা তোমার কথা
যতই ভাঙুক তোমার বুক।
তারা হাসে মুনাফা পেলে
হাসে পরকে দুঃখে ফেলে,
তারা চিরবে তোমার বুক
মুখে মিষ্টি কথা বলে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৬ জুন, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪সত্যি কথাটুকু কাব্যে ফুঁটেছে অসাধারন
-
মনিরুজ্জামান শুভ্র ২৮/১০/২০১৪সহজ সরল কাব্য উক্তি কিন্তু কথা খুবই সত্য এবং উচিৎ । ভাল লাগলো ।
-
মুহা, লুকমান রাকীব ২৭/১০/২০১৪ভাল হয়েছে!!!!!!!!!!!!!!!!!!!!কবি
-
সুরজিৎ সী ২৭/১০/২০১৪অনবদ্য সৃষ্টি করেছেন কবি।
অনেক শুভেচ্ছা রইলো। -
অনিরুদ্ধ বুলবুল ২৬/১০/২০১৪সস্তাপুরের কবি হলেও বরাবরই দামী কথা বলেন।
স্বার্থপরের কোন চরিত্র নেই, সে সবই পারে।
ভাবনাটা ভাল।