সৃষ্টিকর্তা
সপ্ত আসমান, এ জমিন
এ মহাবিশ্ব করিলে সৃজন
কত বড় তুমি, কত মহৎ
জানে না এ মন।
তুমি পরম করুণাময়
এ জগতের কর্তা
নেই কোন জন, নেই কোন মন
তুমিই সৃষ্টিকর্তা।
দ্বার খোল, পথ দেখাও
হে মহান প্রভু;
তুমি আছ এ অন্তরে
না ভুলি যেন কভু।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৪ অক্টোবর, ২০০৮ ঈসায়ী।
এ মহাবিশ্ব করিলে সৃজন
কত বড় তুমি, কত মহৎ
জানে না এ মন।
তুমি পরম করুণাময়
এ জগতের কর্তা
নেই কোন জন, নেই কোন মন
তুমিই সৃষ্টিকর্তা।
দ্বার খোল, পথ দেখাও
হে মহান প্রভু;
তুমি আছ এ অন্তরে
না ভুলি যেন কভু।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৪ অক্টোবর, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শরীফুল ইসলাম আরশ ১৪/১২/২০১৪দারুন তোমার লেখনী
-
মোঃ আবদুল করিম ১৬/১১/২০১৪এক কথায় অসাধারন ।
-
মোহাম্মদ তারেক ১৬/১১/২০১৪মহান প্রভু অসীম দয়ালু, তিনি দ্বার খুলে রেখেছেন সর্বনিয়ত। আমাদের কর্ম হচ্ছে সে অবধি পৌছা। তাই দয়া চাই সে ক্ষমতা অর্জনের। পথ-ভ্রান্তি যেন না ঘটে তাই তার অনুকম্পা চাই।
কবি,,, অনবদ্য সৃষ্টি এটি। -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/১১/২০১৪আমিন। ...........................
-
অনিরুদ্ধ বুলবুল ১৫/১১/২০১৪প্রভুর কাছে মোনাজাত - প্রার্থনা বিশেষ। বেশ সুন্দর হয়েছে।
অভিনন্দন - -
রইসউদ্দিন গায়েন ১৫/১১/২০১৪সৃষ্টিকর্তার প্রতি আপনার বিশ্বাস অটুট থাকুক! কবিতা লেখায় সুন্দর প্রয়াস। মুক্তছন্দে লিখতে পারেন,তাতে হয়তো আরও ভাল হতে পারে। ভাল থাকুন!