সেদিন দেখলাম (ছড়া)
সেদিন দেখলাম বট বৃক্ষ তলে
দুটি ছেলে কি যেন বলে,
কথা কাটাকাটির পর
দুজনের মনেই ঝড়
বড়টা ছোটটার গালে
চড় মারে তালে তালে,
বুদ্ধি আসে ছোটটার কপালে
সে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে।
বাড়িতে গিয়ে মাকে বলে
এর বিহিত না করলে সে
লাফ দিবে জলে।
মা বলে, আসুক তোর বাবা
বিচার না করলে নতুবা;
আমি মারব ওকে
আচ্ছা মত দিব বকে।
হাসি ফোটে ছেলেটার মুখে
মাকে জড়িয়ে ধরে বুকে;
মা আদর করে তাকে
হাত দিয়ে চিবুকে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
আষাঢ়, ১৪১০ বাংলা। জুন, ২০০৩ ঈসায়ী।
দুটি ছেলে কি যেন বলে,
কথা কাটাকাটির পর
দুজনের মনেই ঝড়
বড়টা ছোটটার গালে
চড় মারে তালে তালে,
বুদ্ধি আসে ছোটটার কপালে
সে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে।
বাড়িতে গিয়ে মাকে বলে
এর বিহিত না করলে সে
লাফ দিবে জলে।
মা বলে, আসুক তোর বাবা
বিচার না করলে নতুবা;
আমি মারব ওকে
আচ্ছা মত দিব বকে।
হাসি ফোটে ছেলেটার মুখে
মাকে জড়িয়ে ধরে বুকে;
মা আদর করে তাকে
হাত দিয়ে চিবুকে।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
আষাঢ়, ১৪১০ বাংলা। জুন, ২০০৩ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪তারুণ্যে এটা মনে হয় আপনার প্রথম লেখা ভালো হয়েছে,আশা করি আপনার সবগুলো লেখা আজ পড়বো যতক্ষণ সুস্থ আছি । আমি ও অবশ্য নারায়ণগঞ্জ ,পাগলাতে বসবাস করছি ।
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪তারুণ্যে এটা মনে হয় আপনার প্রথম লেখা ভালো হয়েছে,আশা করি আপনার সবগুলো লেখা আজ পড়বো যতক্ষণ সুস্থ আছি ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৪/০৯/২০১৪ভালো হয়েছে। একটু অসম্পুর্ন মনে হল।
-
মনিরুজ্জামান শুভ্র ০৯/০৯/২০১৪ভাল লাগলো ।
-
মুস্তাকিম মান্না ২৫/০৮/২০১৪ফিনিসংটা ভাল অসাধারন
-
ইশফাকুল মাজিদ ২৫/০৮/২০১৪চমৎকার
-
শিমুদা ২৫/০৮/২০১৪অত্যন্ত সুন্দর একটি কবিতা
খুব ভাললেগেছে। -
Shopnil Shishir(MD.Shariful Hasan) ২৪/০৮/২০১৪সুন্দর
-
স্বপন রোজারিও(১) ২৪/০৮/২০১৪সুন্দর হেয়েছে কবি, ধন্যবাদ লও
-
স্বপন রোজারিও(১) ২৪/০৮/২০১৪সুন্দর হেয়েছে কবি ভাই,
এগিয়ে যান, ভয় নাই। -
সুশান্ত মান্না ২৪/০৮/২০১৪আমার মনে লেগেছে দারুন
-
মঞ্জুর হোসেন মৃদুল ২৪/০৮/২০১৪অসাধারন লাগল।
-
সহিদুল হক ২৪/০৮/২০১৪সুন্দর ছড়া।
-
আবু সাহেদ সরকার ২৪/০৮/২০১৪সুন্দর প্রকাশ কবি বন্ধু। আমার পাতায় আসবেন।