‘সে দিন’
বলতে পারো কোন ‘সে দিন’
যে দিনটা হবে অন্য রকম,
প্রতিটা মুহূর্ত একটা যুগ
একটা ঘণ্টা এক শতাব্দীর নয় কম।
বলতে পারো কোন ‘সে দিন’
দু’টি অনুভব হয়ে যাবে এক,
একই সুর বাজবে দু’টি প্রাণে
সময়ের গতি ধীরে যতইনা বয়ে যাক।
বলতে কি পারো তুমি
আসবে ‘সে দিন’টি কবে?
বেহালার তান, পাখিদের গান হবে বন্ধ
তবু দু’টি হৃদয় ঐকতানে গেয়ে যাবে।
‘সে দিন’টি কবে বলব কেবল আমি
আপন ভেবে আমায় জানতে চাও যদি তুমি,
বলব আমি শান্ত মনে
যেমনি শিশির বলেছে ঘাসকে চুমি।
‘সে দিন’টি হবে তোমার আমার
জানবে সবে তবু নিরালায়,
কোন সে অজানায় হব একাকার
মাতবো দু’জন অতৃপ্ত খেলায়।
‘সে দিন’ বাঁধব ঘর নতুন করে
একে অপরের বুকের ভেতরে-
থাকব দুজন মায়ায় জড়িয়ে
এমনি করে প্রতিটি ‘সে দিন’
আসবে প্রত্যহ নতুন করে।
সস্তাপুর, নারায়ঙ্গঞ্জ।
০১ মে, ২০১২ ঈসায়ী।
যে দিনটা হবে অন্য রকম,
প্রতিটা মুহূর্ত একটা যুগ
একটা ঘণ্টা এক শতাব্দীর নয় কম।
বলতে পারো কোন ‘সে দিন’
দু’টি অনুভব হয়ে যাবে এক,
একই সুর বাজবে দু’টি প্রাণে
সময়ের গতি ধীরে যতইনা বয়ে যাক।
বলতে কি পারো তুমি
আসবে ‘সে দিন’টি কবে?
বেহালার তান, পাখিদের গান হবে বন্ধ
তবু দু’টি হৃদয় ঐকতানে গেয়ে যাবে।
‘সে দিন’টি কবে বলব কেবল আমি
আপন ভেবে আমায় জানতে চাও যদি তুমি,
বলব আমি শান্ত মনে
যেমনি শিশির বলেছে ঘাসকে চুমি।
‘সে দিন’টি হবে তোমার আমার
জানবে সবে তবু নিরালায়,
কোন সে অজানায় হব একাকার
মাতবো দু’জন অতৃপ্ত খেলায়।
‘সে দিন’ বাঁধব ঘর নতুন করে
একে অপরের বুকের ভেতরে-
থাকব দুজন মায়ায় জড়িয়ে
এমনি করে প্রতিটি ‘সে দিন’
আসবে প্রত্যহ নতুন করে।
সস্তাপুর, নারায়ঙ্গঞ্জ।
০১ মে, ২০১২ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাওন সিংহ ০৬/০১/২০২২একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন!
-
শরিফুল ইসলাম (1990) ২৯/১২/২০২১সুন্দর লেখনী
-
ফয়জুল মহী ২৭/১২/২০২১বাহ্ অনবদ্য !! মুগ্ধ হলাম ।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/১২/২০২১সে দিন আসুক তবে প্রাণখুলে।