প্রিয়জন
যে দিন আমি চলে এলাম
অনেকেই এল সাথে,
তারা আমায় এগিয়ে দিল
একজনা রইল পথে।
কে সেই একজনা!
দাঁড়িয়ে রইল একা
কষ্ট ভরা দু চোখ নিয়ে
দিতে পারল না দেখা।
কে সেই একজনা!
কাঁদিল আমার জন্য,
সুখ পেলনা তার হৃদয়
ভাবিল না মোরে অন্য।
কে সেই একজনা!
যে দেয় না আমায় কষ্ট,
সে আমার নয়কো পর
সে আপন আমার যথেষ্ট।
সে আমার এমনি একজন
যার তরে সবকিছু
দিতে পারি বিসর্জন;
তার তরে শুভ কামনা
করি সর্বক্ষণ,
সে আমার দরদী
আমার প্রিয়জন।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০১ জুন, ২০০৮ ঈসায়ী।
অনেকেই এল সাথে,
তারা আমায় এগিয়ে দিল
একজনা রইল পথে।
কে সেই একজনা!
দাঁড়িয়ে রইল একা
কষ্ট ভরা দু চোখ নিয়ে
দিতে পারল না দেখা।
কে সেই একজনা!
কাঁদিল আমার জন্য,
সুখ পেলনা তার হৃদয়
ভাবিল না মোরে অন্য।
কে সেই একজনা!
যে দেয় না আমায় কষ্ট,
সে আমার নয়কো পর
সে আপন আমার যথেষ্ট।
সে আমার এমনি একজন
যার তরে সবকিছু
দিতে পারি বিসর্জন;
তার তরে শুভ কামনা
করি সর্বক্ষণ,
সে আমার দরদী
আমার প্রিয়জন।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০১ জুন, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪ভালোই হয়েছে খারাপ হয়নি
-
জহির খান ০৮/১০/২০১৪ভাল লাগলো.........
-
মনিরুজ্জামান শুভ্র ০৪/১০/২০১৪অনেক ভাল লাগলো ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০২/১০/২০১৪অনুভূতির দারুণ প্রকাশ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০২/১০/২০১৪অধরা........................
-
পিয়ালী দত্ত ০১/১০/২০১৪ভাল লাগা রইল
-
মোহাম্মদ তারেক ০১/১০/২০১৪সে "একজনা" কে শুভেচ্ছা, যে কবিতা হয়ে ধরা দিয়েছে কবির হৃদয়ে...
-
স্বপন রোজারিও(১) ০১/১০/২০১৪প্রিয়তমা আপন জন।