নিষ্ঠুর
জীবনের ঘড়িটা আজ কেন বন্ধ
ভেতরটা হয়েছে কি নষ্ট?
কেন তুমি ভুলেছ সে দিনগুলো
কেন দিলে তাকে এত কষ্ট?
কেন খবর নাওনা এখন?
বলনা কথা দিয়ে মন-
দেখনা চেয়ে একবার তারে
কত কষ্টে ভরা তার জীবন।
কেন আজ তোমার অবহেলা?
কেন তারে করলে একলা?
কেন তুমি আজ নিশ্চুপ?
দেখনা কেটে যাচ্ছে তার বেলা।
একটু তাকাও তার পানে
দেখ তার চোখে কত পানি-
পারবে কি তা দূর করতে,
দিতে পারবে কি শান্তি আনি?
কেন হয়েছ তুমি এত নিষ্ঠুর
তোমার কারণে তার জীবনটা
কতই বেদনা বিধুর......।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৫ নভেম্বর, ২০০৮ ঈসায়ী।
ভেতরটা হয়েছে কি নষ্ট?
কেন তুমি ভুলেছ সে দিনগুলো
কেন দিলে তাকে এত কষ্ট?
কেন খবর নাওনা এখন?
বলনা কথা দিয়ে মন-
দেখনা চেয়ে একবার তারে
কত কষ্টে ভরা তার জীবন।
কেন আজ তোমার অবহেলা?
কেন তারে করলে একলা?
কেন তুমি আজ নিশ্চুপ?
দেখনা কেটে যাচ্ছে তার বেলা।
একটু তাকাও তার পানে
দেখ তার চোখে কত পানি-
পারবে কি তা দূর করতে,
দিতে পারবে কি শান্তি আনি?
কেন হয়েছ তুমি এত নিষ্ঠুর
তোমার কারণে তার জীবনটা
কতই বেদনা বিধুর......।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
১৫ নভেম্বর, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জমাতুল ইসলাম পরাগ ২৭/১১/২০১৪ভালো লাগা কবি
-
মনিরুজ্জামান শুভ্র ২২/১১/২০১৪ভাল লিখেছেন কবি । ভাল লাগলো ।
-
পিয়ালী দত্ত ২০/১১/২০১৪খুব ভাল
-
মোঃ আবদুল করিম ২০/১১/২০১৪জীবনের মূল্য সময়েই সমতুল্য ,ভালো লাগলো
-
অনিরুদ্ধ বুলবুল ২০/১১/২০১৪এ তো যেন সবার মনেরই অভিন্ন জিজ্ঞাসা.......হাজারো কার্যকরণ খোঁজা, হাজারো 'কেন'র ভীড়........
ভাল লাগল কবি
শুভেচ্ছা -