মরুর পথিক
কে হাঁটে মরুর বুকে
দৃঢ় দুটি পায়,
কোনবা কঠিন কাজে সে
কোথায় চলে যায়।
হে পথিক.........;
যাচ্ছ তুমি কোথায়
তোমার সাথে সঙ্গ দিতে
যাব আমি সেথায়।
যাব আমি তোমার সাথে
খুলতে আলোর দ্বার,
হে পথিক.........;
কঠিন দিনের কঠিন ক্ষণে
করো আমায় পার।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
২০ সেপ্টেম্বর, ২০০৮ ঈসায়ী।
দৃঢ় দুটি পায়,
কোনবা কঠিন কাজে সে
কোথায় চলে যায়।
হে পথিক.........;
যাচ্ছ তুমি কোথায়
তোমার সাথে সঙ্গ দিতে
যাব আমি সেথায়।
যাব আমি তোমার সাথে
খুলতে আলোর দ্বার,
হে পথিক.........;
কঠিন দিনের কঠিন ক্ষণে
করো আমায় পার।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
২০ সেপ্টেম্বর, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ১৪/১১/২০১৪পথিকের সাথে আমি ও যাব । থাকব সাথে । ভালো থাকবেন ।
-
ডঃ নাসিদুল ইসলাম ১৩/১১/২০১৪valo cholbe
-
ডঃ নাসিদুল ইসলাম ১৩/১১/২০১৪valo
-
কৌশিক আজাদ প্রণয় ১৩/১১/২০১৪অসাধারণ ছন্দ বিন্যাস। আপনার আগের যত কবিতা পড়েছি এটাকে ছন্দের দিক দিয়ে বেশী matured মনে হয়েছে। কবিতাতে ছন্দের খেয়ায় ভেসে উঠেছে স্তুতিময় বোধ যা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে শেষ থেকে ঠিক ৩য় লাইনের " হে পথিক..." না ব্যবহার করলেই ভালো হতো। কারণ ৩ টি স্তবক লক্ষ্য করলাম যেখানে প্রতি ২য় ও চতুর্থ লাইনে অনুপ্রাসের ব্যবহার হয়েছে। শেষ সর্গটি ৫ চরনের হয়ে যায়। " হে পথিক..." লাইনটি বাদ দিলে শেষ স্তবকটিও ৪ চরনের হয়। অনুপ্রাসেরও যথার্থতা থাকে। ভালোবাসা নেবেন কবি।
-
ইসমাত ইয়াসমিন ১৩/১১/২০১৪"Valo laglo kobitar kothagulo".
-
মোঃ আবদুল করিম ১৩/১১/২০১৪কঠিন দিনের কঠিন ক্ষণে আমরা ও আপনার সাথে পার হতে চাই ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৩/১১/২০১৪এ এক নতুন পাঞ্জেরি। ভালো লাগলো আপনার সুন্দর কবিতাটি।
-
মল্লিকা রায় ১৩/১১/২০১৪বাহ্ বেশ কবিতা পাঠে মনটা ভরে গেল।ভালো থাকুন।