কষ্ট
কেন মানুষ বলতে পারে না
না বলা কত কথা,
কেন মানুষ দেখাতে পারে না
বুকের জমানো ব্যথা।
কেন মানুষ কাঁদে বার বার
বালিশে মুখটি চেপে,
কেন মানুষের কষ্ট এত
বলা যায় না মেপে।
কেন মানুষের দুচোখ ভিজে
দু’ফোটা লোনা জলে,
কেন মানুষ কষ্টটা চেপে
ডোবে দুঃখ সাগর তলে।
কেন আমি দেখি অশ্রু
প্রিয়ার চোখের কোনায়
হৃদয়টা কেন ভরে তখন
অজানা এক ব্যথায়।
নিওনা কষ্ট, হে প্রিয়
আমার কোন কথায়।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৩ জুলাই, ২০০৮ ঈসায়ী।
না বলা কত কথা,
কেন মানুষ দেখাতে পারে না
বুকের জমানো ব্যথা।
কেন মানুষ কাঁদে বার বার
বালিশে মুখটি চেপে,
কেন মানুষের কষ্ট এত
বলা যায় না মেপে।
কেন মানুষের দুচোখ ভিজে
দু’ফোটা লোনা জলে,
কেন মানুষ কষ্টটা চেপে
ডোবে দুঃখ সাগর তলে।
কেন আমি দেখি অশ্রু
প্রিয়ার চোখের কোনায়
হৃদয়টা কেন ভরে তখন
অজানা এক ব্যথায়।
নিওনা কষ্ট, হে প্রিয়
আমার কোন কথায়।
সস্তাপুর, নারায়ণগঞ্জ।
০৩ জুলাই, ২০০৮ ঈসায়ী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আবদুল করিম ১৯/১১/২০১৪আসলে কি মন্তব্য করবো,সত্যি ভালো লিখেছেন
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৪/১১/২০১৪কেন এত প্রশ্ন? সরল লেখা ভালো লাগলো।
-
কৌশিক আজাদ প্রণয় ০৩/১১/২০১৪সহজ প্রেমের সাবলীল কবিতা। প্রেমে রাগ অনুরাগ , অভিমান প্রায় সবই ফুটিয়ে তুলেছেন কবিতাটিতে। তবে কবি, মাত্রার বিচ্যুতির কারণে কোথাও কোথাও ছন্দের প্রয়োগটি যথার্থ হয়নি। যেমন
"ডুবে যায় দুঃখ সাগর তলে " এর জায়গায় 'ডোবে দুঃখের সাগর তলে' , আবার "হৃদয়টা কেন ভরে যায় তখন" এর জায়গায় "হৃদয় কেন ব্যাথিত হয়" এভাবে ইলে অনুপ্রাসের সাথে সাথে মাত্রার প্রয়োগটি যথার্থ হয়।
সর্বোপরি, কবিতাটি আমাকে মুগ্ধ করেছে কবি।